এক নজরে

দেশে লাফিয়ে নামছে সংক্রমণ

By admin

October 13, 2020

কলকাতা ব্যুরো: দেশের করোনা সংক্রমণ লাফিয়ে নামছে। গত তিনদিন ধরে রোজ প্রায় ১০ হাজার কমে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫৫,৩৪২। যদিও দৈনিক মৃত্যুতে এখনও বিশ্বে প্রথম স্থানটা ভারতেরই। মঙ্গলবার পর্যন্ত টানা ৬৮ দিন। তবে মৃত্যুও কমছে। সঙ্গে কম থাকছে সুস্থতাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৭৭,৭৬০ জন। সুস্থতার হার মঙ্গলবারের পরিসংখ্যানে ৮৬.৭৮। মৃত্যুহার ১.৫৩।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৭০৬ জন। দেশে এপর্যন্ত করোনায় মৃত্যু হল মোট ১,০৯,৮৫৬ জনের। মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭১,৭৫,৮৮১, মোট করোনামুক্ত ৬২,২৭,২৯৫। এভাবে লাফিয়ে সংক্রমণ নেমে যাওয়ার কোন ব্যাখ্যা কিন্তু পাওয়া যাচ্ছে না।

এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ঘরে বসে পুজো করার পরামর্শ দিচ্ছেন। এসব দেখে চিন্তা হওয়া স্বাভাবিক। আমাদের রাজ্যের পরিস্থিতি তো একেবারেই স্বস্তিদায়ক নয়। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা একেবারে ভালো নেই বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছেন। সৌমিত্রের শরীরে সোডিয়াম, পটাসিয়ামের পরিমাণ কমে গিয়েছে। তিনি আচ্ছন্ন অথচ শারীরিক অস্থিরতার মধ্যে আছেন। কিছুটা অসংলগ্ন অবস্থাতেও বটে।