কলকাতা ব্যুরো: সংক্রমণ, মৃত্যু আর বাড়েনি বটে রাজ্যে, তবে কমেওনি। গত দুদিনের মতো সংক্রমণ তিন হাজারের সামান্য বেশি।মৃত্যু ৫০-এর ঘরে। স্বস্তির কথা হল, কলকাতা ও উত্তর ২৪ পরগনাতেও সংক্রমণ ও মৃত্যু, দুটোই কমেছে। একমাত্র হঠাৎ হাওড়ায় দৈনিক মৃত্যুর সংখ্যাটা উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৯ জন।
তবে হাওড়ার সংক্রমণ অন্যান্য জেলার চেয়ে কম। যদিও হাওড়া ছোট জেলা। এই জেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৭৯ জন। কলকাতায় আক্রান্ত ৫৬৩, মৃত ১৩।উত্তর ২৪ পরগনায় ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৬০, মৃত্যু ১০ জনের। রাজ্যে আজ মোট মৃত্যু ৫১, আক্রান্ত ৩,০৬৬ জন। ফলে রাজ্যে আজ পর্যন্ত আক্রান্তের মোট সংখ্যা পৌঁছে গেল ১,১৬,৪৯৮-এ। মৃতের মোট সংখ্যা বেড়ে হল ২,৪২৮। আজ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ২,৯৩৫ জন। ফলে রাজ্যে মোট সংক্রমণ মুক্ত এখন ৮৬,৭৭১। আজ করোনা পজিটিভের পরিসংখ্যান হল ২৭,২৯৯।
শনিবারের পর করোনা পজিটিভের তালিকায় যুক্ত হলেন মাত্র ৮০ জন। নিঃসন্দেহে রাজ্যবাসীর জন্য স্বস্তির খবর। সুস্থতার হার আরও বেড়ে রবিবার হল ৭৪.৪৮। করোনা টেস্ট দৈনিক আরও বাড়লো। আজ টেস্ট হয়েছে ৩২,২৮৬ জনের। এঁদের ৮.৮৬ শতাংশের রিপোর্ট পজিটিভ বলে জানা গিয়েছে।