কলকাতা ব্যুরো: করোনা পরিস্থিতি দেশে প্রায় একই রকম। শনিবারের পরিসংখ্যানেও আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৯,,৬৭৮। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা এখন ৩০ লক্ষের পথে। আজ এই সংখ্যা ২৯,৭৫,৭০২। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৯৪৫ জন। ফলে আজ পর্যন্ত করোনায় এদেশে প্রাণ গেল ৫৫,৭৯৪ জনের।
যদিও সামগ্রিক ভাবে মৃত্যুহার কমেছে। আজ এই হার ১.৮৭। আর সুস্থতার বেড়ে হল ৭৪.৬৯। মানে প্রায় ৭৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৩,৬৩১ জন। ফলে দেশে আজ পর্যন্ত করোনা মুক্তের সংখ্যা বেড়ে হল ২২.২২ লক্ষ।