এক নজরে

দেশে করোনা সংক্রমণ একদিনে ১৩ হাজার কমলো

By admin

October 06, 2020

কলকাতা ব্যুরো: দেশের দৈনিক সংক্রমণ একধাক্কায় আগের দিনের চেয়ে আরও প্রায় ১৩ হাজার কমে গেল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৬১,২৬৭ বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে। বাংলায় অবশ্য উদ্বেগের পারদ চড়ছে। বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় করোনা পজিটিভ বলে খবর পাওয়া গিয়েছে। তাঁকে কলকাতায় মিন্টো পার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর এখনও তেমন উপসর্গ না থাকলেও বয়সটার ওপর গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা। এই অভিনেতার বয়স এখন ৮৫। করোনা আক্রান্ত হয়েছেন মালদহের বর্ষীয়ান কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরিও। তিনি কলকাতায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে এখন চিকিৎসাধীন।

দেশের করোনা গ্রাফ নামতে থাকায় অবশ্য আশার আলো দেখছেন কেউ কেউ। সংক্রমণ মুক্তি অবশ্য তেমন বাড়েনি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৫,৭৮৭ জন। যদিও এই সময়ে আক্রান্তের তুলনায় এই সংখ্যা বেশি। সুস্থতার হার মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী ৮৪.৩৪। দেশে করোনামুক্তের মোট সংখ্যা এখন ৫৬,৬২,৪৯১। মোট করোনা আক্রান্ত ৬৬,৮৫,০৮৩ জন। মৃতের মোট সংখ্যা এখন ১,০৩,৫৬৯। দৈনিক মৃত্যুও আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনার বলি ৮৮৪ জন। মৃত্যুহার ১.৫৫।