কলকাতা ব্যুরো: করোনা ভাইরাসের খেল যে আরও অনেক বাকি, তা বুঝিয়ে দিল বৃহস্পতিবারের পরিসংখ্যান। আরও বোঝা গেল, ভারতে সংক্রমণের শিখরে পৌঁছনোও এখনও বাকি।ফলে সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হওয়া দূরের কথা, স্থিতিশীল হওয়ার সম্ভাবনাও আপাতত নেই। বরং দৈনিক সংক্রমণ লক্ষ ছোঁয়ার পথে এগিয়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণে সর্বোচ্চ রেকর্ড ৮৩,৮৮৩। ফলে মোট আক্রান্তের সংখ্যা সাড়ে ৩৮ লক্ষ পার। সংখ্যাটা ৩৮,৫৩,৪০৬। ফলে দৈনিক সংক্রমণে বিশ্বের শীর্ষস্থান ধরেই রাখছে ভারত। এই নিয়ে লাগাতার ২৮ দিন।মৃত্যুও ঊর্ধ্বমুখী। দৈনিক হাজারের ওপর। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস কেড়েছে ১,০৪৩ জনের প্রাণ। ফলে দেশে বৃহস্পতিবার পর্যন্ত করোনার মোট বলির সংখ্যা হলেন ৬৭,৩৭৬ জন। মৃত্যু হার এখন ১.৭৫। একমাত্র ভরসা সুস্থতার হার। আজ এই হার ৭৭.০৯।গত ২৫ ঘণ্টায় সংক্রমণ মুক্তের সংখ্যা ৬৮,৫৮৪। এর ফলে দেশে এদিন পর্যন্ত করোনার কবল থেকে নিস্তার পেলেন দেশের ২৯,৭০,৪৯২ জন মানুষ।