এক নজরে

সংক্রমণে হেরফের নেই রাজ্যে, চিন্তা সিনেমা হল, বিনোদন পার্ক খোলার সিদ্ধান্ত

By admin

September 30, 2020

কলকাতা ব্যুরো: শতাধিক বৃদ্ধি দৈনিক সংক্রমণে। সামান্য হলেও কমে গেল সুস্থতা এবং দৈনিক মৃত্যু। সংক্ষেপে এটাই বুধবার পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি।বৃহস্পতিবার থেকে খুলে যাচ্ছে সিনেমাহল, বিনোদন পার্ক। এই ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই করেছেন। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যে আনলক ৫-এর নির্দেশিকা দিয়েছে, তাতে দেশ জুড়ে ১৫ অক্টোবর থেকে সিনেমাহল, বিনোদন পার্ক, সুইমিং পুল, এমনকি স্কুল খুলে দিতে বলা হয়েছে।মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়েছেন, পশ্চিমবঙ্গে কালীপুজোর আগে স্কুল খোলার গল্প নেই। সেটা নাহয় না হল, কিন্তু যা যা খুলবে এবং তারপর দুর্গাপুজোর ধাক্কায় করোনা ভাইরাসের তাণ্ডব কোথায় পৌঁছবে, তা অনিশ্চিত। একদিনে বাংলায় শতাধিক সংক্রমণ বৃদ্ধি কিন্তু উদ্বেগের বার্তা দিচ্ছে।গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩,২৮১ বলে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। এই সময়ে করোনা মুক্ত হয়েছেন ২,৯৫৪ জন, মৃত্যু হয়েছে ৫৯ জনের। ফলে রাজ্যে করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হল ২,৫৭,০৪৯, করোনামুক্তের মোট সংখ্যা হল ২,২৫,৭৫৯।রাজ্যে এপর্যন্ত মৃতের মোট সংখ্যা ৪,৯৫৮, ৫ হাজার হতে আর দেরি নেই। জেলাগুলির মধ্যে উত্তর ২৪ পরগনায় মৃত্যু পরিস্থিতি ভয়াবহ চেহারা নিচ্ছে। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১৮ জন। কলকাতায় এই সময় মৃত্যু হয়েছে ১১ জনের।কলকাতায় এই ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৭২ জন, সংক্রমণ মুক্ত হয়েছেন ৫৩১ জন। উত্তর ২৪ পরগনায় এই পরিসংখ্যান যথাক্রমে ৬০১ ও ৫০৫। হাওড়ায় এই সময়ে ৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১৯৮, সুস্থ হয়েছেন ১৫১। দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ২৭২, সুস্থ ২১৭, পশ্চিম বর্ধমানে আক্রান্ত ৮৫ ও সুস্থ ১০৫। এই দুটি জেলাতেই মৃতের সংখ্যা ৪।হুগলি ও নদিয়া, এই দুই জেলার প্রতিটিতে ৩ জন করে মৃত্যু হয়েছে। হুগলিতে একদিনে আক্রান্ত ১৬০ ও সুস্থ ১৯৫ এবং নদিয়ায় আক্রান্ত ১১৬ ও সুস্থ ১০৬। ১ জন করে মৃত্যু নথিভুক্ত হয়েছে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে।