এক নজরে

সুস্থতার হার বাড়লো, রাজ্যে সংক্রমণ একই জায়গায়

By admin

September 19, 2020

কলকাতা ব্যুরো: দেশে আজ সুস্থতার হার বিশ্বরেকর্ড করেছে। রাজ্যের সুস্থতার হারও প্রায় ৮৭ ছুঁইছুঁই। মোট সংক্রমণ মুক্তের সংখ্যাও লক্ষ ছু্ঁতে চলেছে।কিন্তু দৈনিক সংক্রমণে তেমন ঘাটতি নেই। শুক্রবারের চেয়ে দৈনিক সংক্রমণ মাত্র ৪ কমে গত ২৪ ঘণ্টায় হয়েছে ৩,১৮৮। দৈনিক সুস্থতা আগের দিনের চেয়ে এই ২৪ ঘণ্টায় ৩৩ বেড়ে হয়েছে ২,৯৯৩। রাজ্যে এখন মোট করোনা মুক্তের সংখ্যা ১,৯৩,০১৪। মোট আক্রান্ত ২,২১,৯৬০।গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৫৬ জনের। এর মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগনায়, দুটি জেলাতেই ১৫ জন করে মৃত্যু হয়েছে। ৫ জন মারা গিয়েছেন দক্ষিণ ২৪ পরগনায়, ৪ জন হুগলিতে, ৩ জন পূর্ব মেদিনীপুরে। এছাড়া ২ জন করে মৃত্যু হয়েছে হাওড়া ও বাঁকুড়ায় এবং ১ জন করে মৃত্যু নদিয়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে।রাজ্যে শনিবার পর্যন্ত মৃতের মোট সংখ্যা হল ৪,২৯৮। কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫৮৩ জন, সংক্রমণ মুক্ত হয়েছেন ৫৮৪ জন। উত্তর ২৪ পরগনায় এই পরিসংখ্যান দুটো যথাক্রমে ৫০১ ও ৫২০, দক্ষিণ ২৪ পরগনায় ২১৬ ও ১৫২, হুগলিতে ১৬৬ ও ১৮৬ এবং হাওড়ায় ১৮৭ ও ১৪৭ জন।