এক নজরে

সুস্থতা থেকে সংক্রমণ – থম মেরে আছে রাজ্যে

By admin

September 12, 2020

কলকাতা ব্যুরো: সংক্রমণ, সুস্থতা, কোনটাই তেমন বাড়ছে না রাজ্যে। পরিস্থিতি সেই একই রকম। সংক্রমণ কমার লক্ষ্মণ নেই, সুস্থতা বাড়ার লক্ষ্মণ নেই। সুস্থতার হার দাঁড়িয়ে আছে ৮৬-র সামান্য ওপরে। শতাংশের হিসেবে ৮৬.২৬।করোনা টেস্টে শনিবার রেকর্ড হয়েছে রাজ্যে। ৪৭,১৩১ জনের করোনা পরীক্ষা হয়েছে। টেস্ট বেশি হওয়ার জন্য সংক্রমণ বেড়েছে, তেমন পরিসংখ্যানও দেখা যাচ্ছে। গত কয়েকদিনের প্রবণতার মতো শনিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ৩,১৬১। এই ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্তের সংখ্যা ৩,০৪২।কলকাতা, উত্তর ২৪ পরগনা ইত্যাদি জেলাতেও সংক্রমণের দাপট তেমন ভাবে কমছে না। মোট আক্রান্ত ও মোট সংক্রমণ মুক্তের সংখ্যা দেখলে অবশ্য মনে হবে, আরে, অধিকাংশ লোক তো সুস্থই হয়ে যাচ্ছে, তাহলে আর চিন্তা কী? শনিবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১,৯৯,৪৯৩। আর সুস্থ হয়ে গিয়েছেন ১,৭২,০৮৫। ফারাক তো মাত্র ১৭ হাজারের। চিন্তা তবু থাকছে। এই যে দিনরাত সাবধানে থাকা, কখন কী হয় ভয় নিয়ে বাঁচা, এতে কি আর জীবনে সুস্থ থাকে? তার মধ্যে জীবন থেকে ঝরে পড়ার সংখ্যাটাও কমছে না। ৬০-এর কাছাকাছি দাঁড়িয়ে আছে।গত ২৪ ঘণ্টায় সংখ্যাটা ৫৯। যাঁর যাচ্ছে, তাঁর তো ফিরবে না আর। আমরা তো রাজ্যের কোন নাগরিককেই হারাচ্ছি। এই যে ৫৯ জন চলে গেলেন, তাঁদের মধ্যে ১৬ জন উত্তর ২৪ পরগনার, কলকাতার ১২, পশ্চিম মেদিনীপুরের ৭, হাওড়ার ৪, হুগলির ৪ জন ছিলেন।এছাড়া দক্ষিণ ২৪ পরগনায় করোনার বলি ৩, বীরভূম, পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে ১ জন করে মৃত্যু হয়েছে। কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৪৭, সুস্থ ৫২৬। উত্তর ২৪ পরগনায় ৫৫৬ ও ৬১৭, হাওড়ায় ১৭৩ ও ১২৩ এবং হুগলিতে ১৮২ ও ৭৪।