এক নজরে

রাজ্যে সংক্রমণ ও সুস্থতা সমান সমান

By admin

September 08, 2020

কলকাতা ব্যুরো: সংক্রমণ আর সুস্থতা প্রায় সমান সমান। রাজ্যে সামগ্রিক ভাবে যেমন, বেশি কিছু জেলাতেও তাই। রোজকার সংক্রমণ সেই একই রেঞ্জে। ৩ হাজারের কাছাকাছি।দৈনিক মৃত্যুও তাই। ৫০ থেকে ৬০-এর মধ্যে। তবে সোমবার প্রবণতা সামান্য ঊর্ধ্বগামী। বরং দৈনিক সুস্থতা কিছুটা কম। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্তের সংখ্যা ৩,০২১। করোনা আক্রান্ত হয়েছেন ৩,০৭৭ জন।মৃত্যু সংখ্যা সেই কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনার বলি ১৬, উত্তর ২৪ পরগনায় ১৩, হাওড়ায় ৮, হুগলিতে ৬, তুলনায় কম দক্ষিণ ২৪ পরগনায়। সংখ্যাটা ২। রাজ্যে একদিনে মৃতের মোট সংখ্যা ৫৮।জেলাগত দৈনিক সংক্রমণের পরিসংখ্যানে স্থিতাবস্থা দেখা যাচ্ছে। কোথাও গ্রাফ কিছুটা হলেও নিম্নগামী। কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৫৮, সুস্থ ৫৪৮। উত্তর ২৪ পরগনায় ৫৭৬ ও ৫৭৭, হাওড়ায় ১১০ ও ১১৮, হুগলিতে ২৭১ ও ১৫৮, দক্ষিণ ২৪ পরগনায় ২০৩ ও ১৯৪, পশ্চিম মেদিনীপুরে ২০৪ ও ২১৩, নদিয়ায় ১৪৬ ও ১৪২, পূর্ব মেদিনীপুরে ২১৯ ও ১৮৪ ও পূর্ব বর্ধমানে ৬৯ ও ৬। পশ্চিম বর্ধমানে এই সময়ে মৃতের সংখ্যা ৩। নদিয়ায় সংখ্যাটা ২। পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমান – এই দুই জেলায় ১ জন করে মৃত্যু হয়েছে।সংক্রমণে এই স্থিতাবস্থা নিশ্চয়ই আশার ইঙ্গিত। কিন্তু ১৪ সেপ্টেম্বর মেট্রো চালু হলে কলকাতা ও পাশ্ববর্তী জেলাগুলিতে এই স্থিতিশীলতা বজায় থাকে কিনা, সেটা নিয়েই এখন ভাবনা আছে।