এক নজরে

পুজো শুরুর দু’ সপ্তাহ আগেই সংক্রমণ নিয়ে চিন্তা বাড়ছে রাজ্যে

By admin

October 10, 2020

কলকাতা ব্যুরো: কলকাতা ও উত্তর ২৪ পরগনা যেমন দৈনিক সংক্রমণ, তেমনই দৈনিক মৃত্যু পাল্লা দিয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করে রাখছে। সংক্রমণে নাহলেও মৃত্যু ভীতিপ্রদ পরিস্থিতি তৈরি করছে হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনায়। সংক্রমণের তুলনায় মৃত্যুর সংখ্যা বরং বেশি।হাওড়ায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৯৭, কিন্তু এইসময়ে মারা গেলেন ৯ জন। দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ২২১, মৃত্যু ৭ জনের। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় এইসময়ে মৃত্যু হয়েছে যথাক্রমে ২০ ও ১২ জনের। আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৭৮৩ ও ৭৫৬ জন। একইসময়ে এই দুই জেলায় সুস্থ হয়েছেন যথাক্রমে ৬২১ ও ৬৬২ জন। হাওড়ায় এইসময়ে সুস্থ হয়েছেন ২০৬ জন, দক্ষিণ ২৪ পরগনায় সংখ্যাটা ১৭১।বাস্তবে দেখা যাচ্ছে, রাজ্যে যা সংক্রমণ ও মৃত্যুর বেশিরভাগটাই কলকাতা ও সংলগ্ন জেলাগুলির। পুজোর মরসুমেও যে এই এলাকাগুলি সবচেয়ে চিন্তার কারণ, তা এখন স্পষ্ট। এই জেলাগুলির বাইরে ৩ জনের মৃত্যু হয়েছে পূর্ব মেদিনীপুরে, ২ জন পশ্চিম বর্ধমানে আর ১ জন করে মৃত্যু হয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও নদিয়ায়। এই জেলাগুলির কোনটিতেই দৈনিক সংক্রমণ খুব লাগামছাড়া নয়।পূর্ব মেদিনীপুরে আক্রান্তের সংখ্যা ১৮১, পশ্চিম বর্ধমানে ৯৮। রাজ্যে সামগ্রিক ভাবে দৈনিক করোনা সংক্রমণ বেড়ে এখন প্রায় ৩৬০০-র কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় ৩৫৯১ জন করোনা পজিটিভের খোঁজ মিলেছে। আগের দিনের চেয়ে সুস্থতার হার নেমেছে। শনিবারের পরিসংখ্যানে এই হার ৮৭.৮৬।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩,০৩২ জন। এর ফলে রাজ্যে করোনামুক্ত হলেন মোট ২,৫৫,৮৩৮ জন আর মোট আক্রান্তের সংখ্যা ২,৯১,১৯৪ জন। গতি দেখে মনে হচ্ছে এই সংখ্যাটা আর দিন চারেকের মধ্যে ৩ লক্ষ পার হয়ে যাবে।