এক নজরে

উত্তরের চার জেলাই ভাবাচ্ছে করোনায়

By admin

August 24, 2020

কলকাতা ব্যুরো: সামগ্রিক ভাবে রাজ্যের পরিস্থিতিতে কিছুটা ভালো লক্ষ্ণণ মনে হলেও উত্তরবঙ্গে তার প্রতিফলন তেমন নেই। দু-একটি জেলায় সংক্রমণ নেমেছে বটে, কিন্তু অন্য জেলাগুলিতে পরিস্থিতি উদ্বেগজনকই। তার ওপর দৈনিক মৃত্যু আজ উত্তরবঙ্গে অত্যন্ত ভয়াবহ।উত্তরবঙ্গের সাত জেলায় একদিনে মৃত্যু হয়েছে চোদ্দ জনের। শুধু মালদহেই করোনার বলি ৫। শিলিগুড়িতে যে ৪ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে একজন জলপাইগুড়ি ও একজন আলিপুরদুয়ার জেলার। জলপাইগুড়িতে আরও একজনের মৃত্যু হয়েছে। অর্থাৎ জলপাইগুড়িতে মৃতের সংখ্যা ২। শিলিগুড়ি মহকুমায় ২ জন করোনার বলি। এছাড়া উত্তর দিনাজপুরে ২ ও দক্ষিণ দিনাজপুরে ২ জনের মৃত্যু হয়েছে।সংক্রমণে সবচেয়ে দুশ্চিন্তার চার জেলা হল জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর ও দার্জিলিং ও মালদা। জলপাইগুড়িতে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৯৮। দক্ষিণ দিনাজপুরে ১২৭ ও দার্জিলিংয়ে ৮৫ জন। মালদহে আক্রান্ত ৮৫ জন।

এছাড়া আলিপুরদুয়ারে ৩৫, কোচবিহারে ২৮ ও উত্তর দিনাজপুরে ২৯ জন গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে।