কলকাতা ব্যুরো: উত্তরবঙ্গেও সংক্রমণ আবার বাড়তে শুরু করল। মাঝে ৩-৪ দিনের পরিসংখ্যান দেখে মনে হচ্ছিল, করোনা পরিস্থিতির হয়তো উন্নতি হচ্ছে।কিন্তু গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান সেই জল ঢেলে দেওয়ার জন্য যথেষ্ট। দার্জিলিং জেলায় তো আবার ভয়াবহ পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় এই জেলায় আক্রান্ত হয়েছেন ২১৯ জন। এই জেলায় মৃত্যু ২ জনের। কোচবিহার, মালদহ, আলিপুরদুয়ার জেলাগুলির পরিসংখ্যানও উদ্বেগজনক। একদিনে কোচবিহারে আক্রান্ত হয়েছেন ১১৭ জন। মালদহে সংখ্যাটা ৯৮, আলিপুরদুয়ারে ৮৮। জলপাইগুড়িতে আক্রান্ত ৭৬ জন। এই জেলাতেও ২ জন মারা গিয়েছেন। কোচবিহার জেলারও ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুরে ৫০ ও দক্ষিণ দিনাজপুরে ৩৯ জন আক্রান্ত হয়েছেন