এক নজরে

দিনে লাখের কাছে সংক্রমণ দেশে

By admin

September 12, 2020

কলকাতা ব্যুরো: লক্ষ্যে অবিচল করোনা ভাইরাস। লক্ষের পথে আরও একধাপ দৈনিক সংক্রমণে। আরও কিছুটা বেড়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা হয়ে গেল ৯৭,৫৭০।একদিনের সংক্রমণে ভারত তো বটেই, বিশ্বেও এই সংখ্যা সর্বোচ্চ। তাছাড়া বিশ্বে দৈনিক সংক্রমণে এক নম্বরের রেকর্ডটা তো আছেই। শনিবার পর্যন্ত টানা ৩৭ দিন এই রেকর্ড ধরে উভয় ঢয় ভারত। তবে সুস্থতাতেও গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড হয়েছে।একদিনে সংক্রমণ মুক্ত হয়েছেন ৮১,৫৩৩। ২৪ ঘণ্টার সুস্থতায় এখনও পর্যন্ত সর্বোচ্চ এই পরিসংখ্যান। দৈনিক মৃত্যু আবার ১২০০-র ওপর। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ১২০১ জন। ফলে করোনা ভাইরাস দেশে মোট ৭৭,৪৭২ জনের প্রাণ কাড়লো।আক্রান্তের মোট সংখ্যা শনিবার পর্যন্ত ৪৬,৫৯,৯৮৫, সংক্রমণ মুক্তের মোট সংখ্যা ৩৬,২৬,১৯৭।