এক নজরে

দেশে লাফিয়ে বাড়লো সংক্রমণ

By admin

August 26, 2020

কলকাতা ব্যুরো: করোনা সংক্রমণের ভবিষ্যৎ সত্যিই “প্রেডিকশনের” বাইরে। গত কয়েকদিন সংক্রমণ কিছুটা স্থিতিশীল দেখে সামান্য যে আশার আলো দেখা যাচ্ছিল, বুধবার এক ফুয়ে তা নিভিয়ে দিল করোনা ভাইরাস।গত ২৪ ঘণ্টায় সংক্রমণ আবার লাফিয়ে উঠল ৬৭,১৫১-তে। সেই সঙ্গে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩২ লক্ষ পার হয়ে গেল। আজ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩২,৩৪,৪৭৫। বিশ্বে দৈনিক সংক্রমণে শীর্ষস্থানটাও ভারত ধরে রাখলো আজ নিয়ে টানা ২০ দিন। দৈনিক মৃত্যুতেও বিশ্বে এক নম্বরে ভারত। গত ২৪ ঘণ্টায় মৃত্যু আবার হাজার পার করে হয়েছে ১,০৫৯। ফলে দেশে মোট মৃতের সংখ্যা আজ পর্যন্ত ৫৫,৪৪৯। মৃত্যুহারও সামান্য কমে হয়েছে ১.৮৩।স্বস্তির খবর যেটুকু আছে, তা সুস্থ হওয়ার পরিসংখ্যানেই। সুস্থতার হার আজ ৭৬.২৯। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৩,১৭৩ জন। ফলে দেশে সংক্রমণ মুক্তের সংখ্যা এখন ২৪,৬৭,৭৫৯।