কলকাতা ব্যুরো: দৈনিক সংক্রমণ একধাক্কায় প্রায় আট হাজার কমেছে। দৈনিক মৃত্যুও খানিকটা কমেছে। তবু বিশ্বে দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে ভারত এখনও এক নম্বরে। টানা ১৮ দিন এই স্থান ভারত ধরে রেখেছে।
এদিকে দেশে সংক্রমণ ৩১ লক্ষ ছাড়িয়ে গেল। মোট আক্রান্তের সংখ্যা সোমবার সকাল পর্যন্ত ৩১,০৫,৩৪৯। গত ২৪ ঘণ্টায় ৬১,৪০২ জন করোনা পজিটিভের খোঁজ মিলেছে। এই সময়ে মৃত্যু ৮৩৬ জনের। ফলে দেশে মৃতের মোট সংখ্যা বেড়ে হল ৫৭,৫৪২। সংখ্যায় দৈনিক মৃত্যু কমার পাশাপাশি মৃত্যুহারও কমেছে।
সোমবারের পরিসংখ্যানে ওই হার ১.৮৫। কমেছে দৈনিক সুস্থতাও। আজ সুস্থতার হার ৭৫,২৭। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭,৪৬৯ জন। ফলে দেশে এখনও পর্যন্ত করোনা সংক্রমণ মুক্তের মোট সংখ্যা ২০ লক্ষ ছাড়িয়ে হল ২৩,৩৮,০৩৬।
Previous Articleআজকের সোনা – রুপোর দর
Next Article আজই তাঁর চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন সোনিয়া
Related Posts
Add A Comment