এক নজরে

একদিনে দেশে সংক্রমণ ৭০ হাজার

By admin

August 20, 2020

কলকাতা ব্যুরো: হায় কপাল। লোকে বলাবলি করছিল, সংক্রমণ শিখর ছুঁয়ে ফেলেছে, আর চিন্তা নেই, গ্রাফ এবার নামলো বলে। সচেতনতারও অ্যায়সি কি ত্যায়সি। কিছু মানুষের ধারণা যে কতটা ভুল বৃহস্পতিবার সকাল হতেই সেই দুঃসংবাদ জানা গেল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দৈনিক বুলেটিনে।একদিনে সংক্রমণ প্রায় ৭০ হাজার ছুঁইছুঁই। করোনা সংক্রমণে আজ রেকর্ড দেশে। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৯,৬৫২ জন। ফলে বৃহস্পতিবার সাতসকালে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২৮ লক্ষ ছাড়িয়ে গেল। এই ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৭৭ জনের। মৃত্যুতেও তেমন রাশ নেই। যদিও সামগ্রিক ভাবে মৃত্যুহার অন্য দেশের তুলনায় কম।এই কারণেই করোনায় মৃত্যু আমেরিকা, ব্রাজিলের মতো ভয়াবহ হয়ে ওঠেনি ভারতে। সংক্রমণ প্রবল হলেও অধিকাংশই সুস্থ হয়ে উঠছেন। দ্বিতীয় বার সংক্রমণ, ১০ গুণ বেশি ক্ষমতার ভাইরাস ইত্যাদি ঘটনা বিক্ষিপ্ত ভাবে সামনে এলেও করোনার মুখে ছাই দিয়ে আক্রান্তদের অনেকেই সুস্থ হচ্ছেন । বিশেষজ্ঞদের অভিমত, ভারতে ভাইরাসটির সংক্রমণের তীব্রতা সাধারণ ভাবে কমেছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৮,৭৯৪ জন। দৈনিক আক্রান্তের সংখ্যার চেয়ে হাজার দশেক কম। দেশে যে ২৮ লক্ষের কিছু বেশি লোক আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে আজ পর্যন্ত সুস্থ হয়ে গিয়েছেন ২০,৯৬,৬৬৪ জন। আর দেশে মৃত্যুর মোট সংখ্যা আজ পর্যন্ত ৫৩,৮৮৬।