এক নজরে

সুস্থ বাড়ছে রাজ্যে

By admin

August 22, 2020

কলকাতা ব্যুরো: সুস্থতার হার বেড়ে ৭৭.৪১ রাজ্যে। আজকেও আক্রান্ত আর সংক্রমণ মুক্তের সংখ্যা প্রায় কাছাকাছি। কালকের মতোই বেশ কিছু জেলায় দৈনিক আক্রান্তের চেয়ে করোনা মুক্তের সংখ্যা বেশি। কিছু কিছু জেলায় সংক্রমণে রাশ পরলেও সামগ্রিক ভাবে রাজ্যে গ্রাফ তেমন ভাবে নিম্নমুখী নয়।কোন জেলায় বাড়ছে তো কোন জেলায় কমছে। ফলে গড়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা না বাড়লেও প্রায় একই থাকছে। শুক্রবারের চেয়ে আজ দৈনিক সংক্রমণ মাত্র ১৩ কম। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩,২৩২ জন। সুস্থ হয়েছেন ৩,০৮৮ জন।কলকাতায় অবশ্য গ্রাফটা কিছুটা নেমেছে। কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫১৬, সুস্থ ৭০৮। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ৫৪৭, সুস্থ ৬৫১। উত্তর ২৪ পরগনাতেও এই প্রথম গ্রাফ নামছে। হাওড়ায় আক্রান্ত ১৫৩, সুস্থ ২১৯। দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ২০৯, সুস্থ ২২৪। হুগলিতে সামান্য এদিক ওদিক। আক্রান্ত ১৮৫, সুস্থ ১৫১। কলকাতায় মৃত্যুতেও রাশ পরেছে।গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ১২, শুক্রবারের চেয়ে ১০ কম। উত্তর ২৪ পরগনায় মৃত ৯, হাওড়ায় ৬, দক্ষিণ ২৪ পরগনায় ৩। হুগলিতে শনিবার হঠাৎ মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ জন। রাজ্যে গত ২৪ ঘণ্টায় মোট মৃত্যু ৪৮। ফলে রাজ্যে মোট করোনার বলি দাঁড়ালো ২,৭৩৭। মোট আক্রান্তের সংখ্যা আজ পর্যন্ত ১,৩৫,৫৯৬। মোট করোনা মুক্ত ১,০৪,৯৫৯ জন। আজ করোনা টেস্ট হয়েছে রাজ্যের ৩৬,৩১৮ জনের। এর ফলে মোট টেস্ট এখন ১৫ লক্ষ ছাড়িয়ে ১৫,২৪,১৬২। পজিটিভিটির হার ৮.৯০। এটা কিন্তু রোজ বাড়ছে।