এক নজরে

নাইসেডে নমুনা কম পাঠানোতেই কি রাজ্যে করোনার স্থিতি, ঘুরছে প্রশ্ন

By admin

September 30, 2020

কলকাতা ব্যুরো: রাজ্যে করোনা পরিস্থিতির দীর্ঘ ৬ সপ্তাহের স্থিতিশীলতার রহস্যের কারণ এখনও অজানা। কিন্তু করোনা টেস্ট কমে যাওয়ার একটা ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। লালারসের নমুনা পাঠানো অত্যন্ত কমে গিয়েছে কেন্দ্রীয় প্রতিষ্ঠান নাইসেডে। এই প্রতিষ্ঠানে কিছুদিন আগে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন করোনা টেস্টের মেশিন বসানো হয়েছিল। এই মেশিনটি ২৪ ঘণ্টায় ৪০০০ লোকের করোনা টেস্ট করতে সক্ষম। কিন্তু এই লোড মেশিনটি পাচ্ছে না।গত এক সপ্তাহে অর্থাৎ ৭ দিনে নাইসেডে পাঠানো হয়েছে মাত্র ৯৩২ জনের নমুনা। স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম এই তথ্য মেনেও নিয়েছেন। তবে তাঁর সাফাই, নাইসেডে রিপোর্ট আপলোড হতে অনেক সময় লাগে বলে কম নমুনা পাঠানো হচ্ছিল। নাইসেড কর্তৃপক্ষ অবশ্য এই অভিযোগ মানছেন না। জানা যাচ্ছে, নাইসেডের টেস্টে পজিটিভিটি বেশি আসছিল। নাইসেডের নতুন মেশিনটি অনেক নিখুঁত ভাবে করোনা পজিটিভ চিহ্নিত করতে পারে। এতে প্রমাদ গোনে স্বাস্থ্যভবন। এর পর নমুনা পাঠানো কমে যায় বলে অভিযোগ।যদিও গত ২৪ ঘণ্টায় রাজ্যে আবার টেস্ট বেড়েছে। যে রাজ্যে কিছুদিন আগে দৈনিক টেস্টের সংখ্যা ৪৭ হাজারের ওপরে উঠে গেছিল, সেই রাজ্যে টেস্ট নামতে নামতে সোমবার ৪১,২৮১-তে ঠেকেছিল। এই নিয়ে প্রবল সমালোচনা শুরু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে টেস্টের সংখ্যা প্রায় ২,৫০০ বেড়ে হল ৪৩,৭৫৯। রাজ্যে মোট টেস্টের সংখ্যা হয়ে গেল ৩১,৮৩,৬৯৭। দৈনিক সংক্রমণ, সুস্থতায় অবশ্য স্থিতাবস্থাই আছে।গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ হয়েছেন ৩,১৮৮। সোমবারের চেয়ে ৩৩ বেশি। এই সময়ে করোনামুক্ত হয়েছেন ২,৯৬১, আগের দিনের চেয়ে ১৮ বেশি। কলকাতা ও উত্তর ২৪ পরগনার সংক্রমণে কোন লাগাম নেই। এই দুই জেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৬৯১ ও ৬৩৪ জন। এই সময়ে করোনামুক্তের সংখ্যা কলকাতায় ৬০৮ ও উত্তর ২৪ পরগনার ৩০৪। দুদিন একটু কম থাকলেও উত্তর ২৪ পরগনায় দৈনিক মৃত্যু আবার ১০-এর ওপরে উঠে হল ১১।রাজ্যের দৈনিক মৃত্যুও আবার ৬০-এর ওপরে উঠে হল ৬২। এর মধ্যে কলকাতায় মৃতের সংখ্যা ১৫। হঠাৎ এই সময়ে নদিয়ায় একদিনে মৃতের সংখ্যা ৭ হয়ে গেল। গত ২৪ ঘণ্টায় নদিয়ায় আক্রান্ত কিন্তু ১২৪। তবে সংক্রমণ মুক্ত মাত্র ১৪ জন। এছাড়া ৫ জন করে মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও বাঁকুড়ায়, হাওড়ায় ৪ ও পশ্চিম বর্ধমানে ৩ জনের মৃত্যু হয়েছে। ২ জন করে মৃত্যু ঘটেছে হুগলি ও পশ্চিম মেদিনীপুরে। ১ জন করে মৃত্যু বীরভূম ও পুরুলিয়ায়।রাজ্যে করোনা আক্রান্তের মোট সংখ্যা এখন ২,৫৩,৭৬৮ ও মোট করোনামুক্ত ২,২২,৮০৫, মৃতের মোট সংখ্যা ৪৮৯৯। দক্ষিণ ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২৩৫ ও সংক্রমণ মুক্ত ২০২ জন। হুগলিতে আক্রান্ত ১৪৭, সংক্রমণ মুক্ত ৮৭ জন। হাওড়ায় এই দুই পরিসংখ্যান যথাক্রমে ১৬৪ ও ১৭৩।