এক নজরে

করোনা বিদায়ের আশার বানীর মধ্যেও বর্তমান নিয়ে শঙ্কা কাটছে না দেশে

By admin

October 18, 2020

কলকাতা ব্যুরো: নবরাত্রি, দুর্গাপূজা ইত্যাদি উৎসব নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগের মাঝে আশার কথা শোনাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক নিযুক্ত বিশেষ কমিটি। ওই কমিটির মতে, ভারতে করোনা শিখর ছু্ঁয়ে ফেলেছে। আগামী বছরের ফেব্রুয়ারির পর দেশ থেকে বিদায় নেবে করোনা ভাইরাসের বিপদ। এই আশার বাণী শোনানোর বৈজ্ঞানিক ভিত্তি কী, সেটা এখনও স্পষ্ট নয়। তবে, মনে করা হচ্ছে, দেশের দৈনিক সংক্রমণ কমতে থাকা এবং অ্যান্ড অ্যাক্টিভ পজিটিভের সংখ্যা ৭ লক্ষের নিচে নেমে যাওয়াকেই ভালো খবরের সূচক বলে মনে করছে কেন্দ্রীয় ওই কমিটি।

যদিও দু সপ্তাহ পর দৈনিক মৃত্যু গত ২৪ ঘণ্টায় আবার হাজারের ওপর উঠেছে (১, ০৩৩) এবং ১০টি রাজ্যের করোনা পরিস্থিতি মোটেই স্বস্তিদায়ক নয়। এই ১০টি রাজ্য হল মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, ওডিশা এবং ছত্তিসগড়। দেশের মোট সংক্রমণের ৭৯ শতাংশই এই ১০টি রাজ্য থেকে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন আক্রান্ত ৬১,৮৭১ জনের ৭৯ শতাংশও এই ১০ রাজ্যের।

ফলে দেশের মোট করোনা সংক্রমণ রবিবারের পরিসংখ্যান অনুযায়ী প্রায় ৭৫ লক্ষ (৭৪, ৯৪,৫৫৭)। অর্থাৎ মোট সংক্রমণে আমেরিকাকে প্রায় ছুঁয়ে ফেলতে যাচ্ছে ভারত। মৃত্যুর মোট পরিসংখ্যান এখন দেশে ১,১৪,০৩১, দেশে মোট করোনামুক্ত এখন ৬৫,৯৭,২০৯ জন। সুস্থতার হার ৮৩.০৪। কেন্দ্রীয় সরকার নিযুক্ত কমিটি আশার কথা শোনালেও বিভ্রান্তি তৈরি হচ্ছে কমিটির অন্য কথায়। কমিটির পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, পরিস্থিতি যতই আশাপ্রদ হোক না কেন, সাবধানতায় ঢিলে দিলে চলবে না। কারণ, আসন্ন শীতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আসার সম্ভাবনা প্রবল।