এক নজরে

করোনা মোকাবিলায় পরিকাঠামো বাড়ানোয় জোর রাজ্যের

By admin

October 21, 2020

কলকাতা ব্যুরো: কোভিড-১৯ পজিটিভ রোগীদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে সাধারণ এবং আইসিইউ এ আরো প্রায় ২২০০ বেড বাড়াচ্ছে রাজ্য। পাশাপাশি রাজ্য সরকার আরও ২০০ ডাক্তার এবং ১৫০০ নার্সিং স্টাফ নিয়োগ শুরু করেছে। কলকাতা এলাকায় কোভিড নিয়ন্ত্রণের কাজ তদারকি করার জন্য রাজ্য সরকার স্বরাষ্ট্রসচিব শ্রী হরিকৃষ্ণ দ্বিবেদি কে অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেছে।

করোনা রোগীদের চিকিৎসার জন্য যাদবপুরের কেএস রায় টিবি হাসপাতালটি পুরোপুরি কোভিড হাসপাতাল করার পরিকল্পনা করা হয়েছে। এখানে করোনা রোগীদের চিকিৎসার জন্য ১৩০ টি বেড চালু করা হবে। সঙ্কটজনক অবস্থার কোভিড পজিটিভ রোগীদের চিকিৎসায় অক্সিজেন থেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের পেশেন্টদের চিকিৎসার সুবিধার জন্য রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ভেন্টিলেটরকে আপগ্রেড করে আরও নানা ভাবে ব্যবহার করার উদ্যোগ নিয়েছে। ভেন্টিলেটর মেশিনে হিউমিডিফায়ার যোগ করে এই ভেন্টিলেটর গুলোকে BIPAP, HFNO এবং ইনভেসিভ ও নন-ইনভেসিভ ভেন্টিলেটর হিসেবে ব্যবহার করার উদ্যোগ নেওয়া হয়েছে।২০ অক্টোবর স্বাস্থ্য ভবন থেকে অনলাইনে রাজ্যের সমস্ত কোভিড হাসপাতালের চিকিৎসক এবং চিকিৎসাকর্মীদের এই ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা স্বাস্থ্য ভবনে উপস্থিত ছিলেন এবং চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন।

রাজ্যের স্বাস্থ্যদপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে প্রতি সপ্তাহে রাজ্যের সমস্ত কোভিড হাসপাতালের চিকিৎসক এবং চিকিৎসাকর্মীদের অনলাইনে চিকিৎসা সংক্রান্ত নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে। এছাড়াও, রাজ্যের সমস্ত কোভিড হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা ব্যবস্থার উপর নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এজন্য একটি ত্রিস্তরীয় নজরদারি ব্যবস্থা শুরু করা হয়েছে। এই ব্যবস্থায় স্থানীয় মেডিকেল কলেজ থেকে বিশেষজ্ঞ এবং রাজ্য স্তরের বিশেষজ্ঞরা সারা রাজ্যের কোভিড হাসপাতাল গুলি পরিদর্শন করছেন এবং সেখানকার চিকিৎসা ব্যবস্থা খতিয়ে দেখে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদেরদের পরামর্শ দিচ্ছেন।

এছাড়াও স্বাস্থ্য দপ্তরের বরিষ্ঠ আধিকারিকদের এক একটি হাসপাতালের দায়িত্ব দেওয়া হয়েছে। এই আধিকারিকরা সংশ্লিষ্ট হাসপাতালের সঙ্গে যোগাযোগ রেখে দৈনন্দিন চিকিৎসা ব্যবস্থা এবং সুবিধা অসুবিধার ব্যাপারে নজর রাখছেন।