এক নজরে

মৃত্যু নিয়ে নয়া পরিসংখ্যান নবান্নের

By admin

August 26, 2020

কলকাতা ব্যুরো: করোনা আবহের শুরুতেই মৃত্যুর পরিসংখ্যান নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। এবার অবশ্য মরশুমের মৃত্যুর কম জানিয়ে নতুন তথ্য দিলো। বুধবার মুখ্যমন্ত্রী রাজ্যে সামগ্রিক মৃত্যুহার কমেছে বলে দাবি করেছেন। নবান্নে পরিসংখ্যান উল্লেখ করে তিনি দাবি করেন, ২০১৯ সালের ১ এপ্রিল থেকে ৩১ জুলাই পর্যন্ত রাজ্যে মোট এক লক্ষ ২০ হাজার ৪৫৭ জনের মৃত্যু হয়েছিল।সেখানে বর্তমান বছরে এখনো রাজ্যে এক লক্ষ ১৯ হাজার ৯১৬ জনের মৃত্যু হয়েছে। সামগ্রিক ভাবে তুলনা করলে গত বছরের তুলনায় এই সময়ে রাজ্যে মৃত্যু সংখ্যা ৫৪১ টি কমেছে। করোনা থেকে আরোগ্যের হারও আশা ব্যঞ্জক ভাবে বাড়ছে বলে পরিসংখ্যান রাজ্যের।যদিও এ দিন এই পরিসংখ্যান ও দাবির কারণ নিয়ে প্রশ্ন উঠেছে। এই সময়ের মধ্যে অন্য রোগে আক্রান্তরাও অনেকেই শেষে ক্ষরোনায় মারা গেছেন। সেক্ষেত্রে সংখ্যার হিসেব দিয়ে রাজ্য কি বোঝাতে চাইছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে অনেকের কাছে।