কলকাতা ব্যুরো: মৃত্যুতে আবার রেকর্ড রাজ্যে। দৈনিক মৃত্যুর সংখ্যা ৫০-এর কাছাকাছি পৌঁছে গেল। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৪৯। দৈনিক সংক্রমণ ৩০০০-এর পথে হাঁটছে। গত ২৪ ঘণ্টায় সংখ্যাটি এ যাবৎ সর্বোচ্চ। ২,৭৩৯ জন। মোট সংক্রমণ ৭৫ হাজার ছাপিয়ে ৭৫,৫১৬। সুস্থতার হার অবশ্য ভালোই। ৬৯.৮৩ শতাংশ। কলকাতা, উত্তর ২৪ পরগনা যথারীতি ঊর্ধ্বমুখী। কলকাতায় একদিনের সংক্রমণ ৭০৯, মৃতের সংখ্যা ২০। উত্তর ২৪ পরগনায় সংক্রমণ ৫৮৬, মৃত্যু ১৪। হাওড়ায় মৃত্যু ৭ জনের। সংক্রমণ ২৪৫। হাওড়া নতুন করে প্রশাসনের মাথাব্যাথার কারণ হচ্ছে। রাজ্যে এ পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৯,৩৪,৫৩৭ জনের। পজিটিভিটির হার ৮.০৮ শতাংশ। সংক্রমণের এই হারের লাগাতার বৃদ্ধিই উদ্বেগের কারণ।
Previous Articleবেসরকারিকণের পথে দেশের তিনটি বড় ব্যাঙ্ক
Next Article আইপিএলে থাকছে চিন
Related Posts
Add A Comment