এক নজরে

খাবারে নেই করোনা ভয়

By admin

August 14, 2020

কলকাতা ব্যুরো: খেয়ে যান। আরও খান। নিশ্চিন্তে চিবোন পিৎসা, বার্গার থেকে যে কিছু কিনে খেতে চান। ওই সব খাবারে করোনা ছড়ানোর ভয় নেই। অভিযোগ ওঠার পর সেসব নিয়ে পরীক্ষা করেছেন বিজ্ঞানীরা। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়ে দিলো, কোনো ভয় নেই বাইরের খাবারে। ফুড চেনের খাবারেও ভয় নেই করোনা সংক্রমণের।ফলে আপনিও মনের বল আরও বাড়িয়ে নিয়ে অর্ডার দিয়ে ফেলুন।

করোনা আবহে দেশ আনলক হতেই বহু হোটেল-রেস্তোরাঁ খুলেছে। কিন্তু তার বেশিরভাগের কর্মীদের বেতন দেওয়ার মতো বিক্রি হচ্ছে না। যদি বা কিছু খাদ্য রসিকের তিন মাস ধরে ঘরের খাওয়ার খেয়ে মুখের স্বাদ নষ্ট হওয়ায় তাঁরা অর্ডার দিচ্ছেন। কিন্তু রেস্তোরাঁয় বসে খাওয়া? প্রায় সব দোকানই আপাতত সে পাট বন্ধ রেখেছে।

এরইমধ্যে আবার আসরে সেই চিন। যাদের দক্ষিণ্যে সারা বিশ্ব এমন মহামারীর কবলে পরেছে। এবার চিন বলছে, তাঁদের দেশে খাবারে করোনা যোগ পাওয়া গিয়েছে।ব্যাস। তাতেই মাথায় উঠতে বসেছে রেস্তোরাঁ আর ফুড চেইন ব্যাবসা। এই অবস্থায় আবার ভরসা জোগালো হু।