কলকাতা ব্যুরো: কোনো দাওয়াইতেই কাজ হচ্ছে না। করোনা গ্রাফের নিম্নমুখী হওয়ার কোন লক্ষ্মণ নেই। দেশে তীব্র গতিতে বাড়ছে সংক্রমণ। গতকালের পর একদিনে সংক্রমণের সংখ্যা আরও বাড়লো। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া আজ সকালের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৭,১১৭ জন। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা এসে দাঁড়ালো ১৭ লাখের কাছাকাছি। সংখ্যাটা এখন ১৬,৯৫,৯৮৮। আজ রাতের মধ্যে এই সংখ্যা টপকে যাবে ১৭ লাখের গণ্ডি। মৃত্যুর গ্রাফও ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৭৬৪। মৃত্যুর হার এখন ২.১৮ শতাংশ। সুস্থতার হার অবশ্য অনেক বেশি। ৬৪.৫৪ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬,৫৬৯। দেশে এখনও পর্যন্ত সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠলেন ১০,৯৪,৩৭৪ জন।
Previous Articleকরোনার কোপে ধুঁকছে
Next Article কলকাতা থেকে চট্টগ্রাম হয়ে ত্রিপুরা
Related Posts
Add A Comment