কলকাতা ব্যুরো: বাড়ি গিয়ে করোনা পরীক্ষার নমুনা নিয়ে এসে রিপোর্ট দিয়ে দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার সৌমিত্র চৌধুরী নামে এক যুবক। আদতে আসানসোলের বাসিন্দা ওই যুবক বাইপাসের উপহার আবাসন এলাকায় ভাড়া থাকতেন। কিছুদিন প্যাথলজিক্যাল ল্যাবে কাজের অভিজ্ঞতার সুবাদে এই যুবক নিজেকে বাইপাসের একটি নামি বেসরকারি হাসপাতালের কর্মী বলে পরিচয় দিয়ে প্রতারণা চালাতো।
বেশ কিছুদিন ধরেই মেডিকা হাসপাতালে লোকজন ফোন করে রিপোর্ট চাইছিলেন। তাঁদের বক্তব্য, ওই হাসপাতালের কর্মী তাঁদের বাড়ি এসে করোনা পরীক্ষার নমুনা ও সঙ্গে এক হাজার টাকা এডভান্সড বাবদ নিয়ে গিয়েছেন। কিন্তু রিপোর্ট পাওয়া যায়নি। বেশ কিছু অভিযোগ পাওয়ার পর কলকাতা পুলিশে অভিযোগ জানায় হাসপাতাল। সেই সূত্রেই পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করেছে।