কলকাতা ব্যুরো: সংক্রমণ আমাদের দেশে শিখরে উঠেছে কিনা, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা চলছে। কিন্তু বাস্তবে সংক্রমণ কমার কোন ইঙ্গিত এখনও নেই। সংক্রমণ ও মৃত্যু, দুটোই দু-তিন দিন ধরে নির্দিষ্ট রেঞ্জে ঘোরাফেরা করছে। সংক্রমণে দৈনিক রেঞ্জটা ৭০ হাজারের কাছাকাছি, মৃত্যুর রেঞ্জ হাজারের আশেপাশে।
এর মধ্যে মোট আক্রান্তের সংখ্যা প্রতি দুদিনে ১ লক্ষ বেড়ে যাচ্ছে। রবিবার সকালে এই মোট আক্রান্তের সংখ্যা ৩০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মোট আক্রান্ত এখন ৩০,৪৪,৯৪১। গত ২৪ ঘণ্টায় দেশে ৬৯,২৩৯ জন করোনা পজিটিভের খোঁজ মিলেছে।
এই সময়ে মৃত্যু হয়েছে ৯১২ জনের। দৈনিক মৃত্যুহার এখন ১.৮৬। মোট মৃতের সংখ্যা আজ পর্যন্ত ৫৬,৭০৬। সুস্থতার হার গত কয়েকদিনের মতো স্বস্তিদায়ক। ৭৪.৯০ শতাংশ। এপর্যন্ত দেশে করোনা মুক্ত হয়েছেন মোট ২২,৮০,৫৫৭ জন। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যাটা ৫৭,৯৮৯।
Previous Articleআজকের সোনা – রুপোর দর
Next Article অস্তিত্ব বিপন্ন কপিলমুনি আশ্রমের
Related Posts
Add A Comment