কলকাতা ব্যুরো: রাজ্যে এক সপ্তাহে দু’দিন এবং কোথাও আঞ্চলিক লকডাউনের জেরে কিনা এখনও স্পষ্ট নয়, তবে দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে সামান্য হলেও রাশ পড়েছে। যদিও কলকাতার অবস্থায় কোন বদল নেই।
গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৭৭৮ জন, মৃত্যু হয়েছে ১০ জনের। উত্তর ২৪ পরগনায় গত কয়েক দিনের তুলনায় দৈনিক সংক্রমণ (৪৬২) কম হলেও একদিনে মৃত্যুতে আজ রেকর্ড হয়েছে। মারা গেছেন ১৮ জন। আজ রাজ্যে মোট মৃত্যু ৩৮ জনের। সংক্রামিত রাজ্যে আজ ২১৩৪।