এক নজরে

নীতীশ কুমারকে নিয়ে কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্যে বিতর্ক

By admin

August 19, 2022

কলকাতা ব্যুরো: বিদেশে মেয়েরা যেভাবে প্রেমিক বদলায়, নীতীশ কুমারও সেভাবেই সঙ্গী বদলান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ভাষাতেই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে আক্রমণ করলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। তবে নীতীশ কুমারকে আক্রমণ করতে গিয়ে লিঙ্গবৈষম্যমূলক মন্তব্য করারও অভিযোগ উঠেছে বিজেপির এই নেতার বিরুদ্ধে।

এমনিতে কৈলাস বিজয়বর্গীয় বেশ কয়েকবারই বিতর্কে জড়িয়েছেন। কিছুদিন আগেই অগ্নিবীরদের নিরাপত্তারক্ষী হিসাবে কাজে লাগানোর নিদান দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। এবার নীতীশকে আক্রমণ করতে গিয়ে কার্যত নারী সমাজকেই কলঙ্কিত করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নীতীশ প্রসঙ্গে কৈলাস বলেন, আমি যখন বিদেশ গিয়েছিলাম, ওখানে আমাকে একজন বলেছিল, আমাদের এখানে মেয়েরা যখন তখন প্রেমিক বদলে নেয়। নীতীশ কুমারও ঠিক সেইরকম। ঠিক বুঝে উঠতে পারেন না কখন কার হাত ধরা উচিত, কখন কার হাত ছাড়া উচিত।

তবে কৈলাসের এই মন্তব্যের তীব্র নিন্দা করছে সব মহলই। প্রসঙ্গত, সম্প্রতি বিহারে নীতীশ কুমার যে গেরুয়া শিবির ছেড়ে আরজেডির হাত ধরছে, সেটা মেনে নিতে পারছেন না অনেক বিজেপি নেতারাই। সেকারণেই অনেক সময় তাঁকে ব্যক্তিগত আক্রমণের মুখে পড়তে হচ্ছে। বিজেপি নেতাদের অভিযোগ, স্রেফ গদির লোভে বিহারের মানুষকে অপমান করছেন নীতীশ। বিহারের মানুষ ২০২০ সালে এনডিএ-কে ক্ষমতায় এনেছিল। কিন্তু বিজেপির হাত ছেড়ে বিশ্বাসঘাতকতা করেছেন নিতীশ।