এক নজরে

#CongressProtests: পেট্রোপণ্যের দাম লাগামছাড়া

By admin

April 02, 2022

কলকাতা ব্যুরো: পেট্রোল–ডিজেলের দাম রেকর্ড হারে বেড়েই চলেছে। বাড়ছে নিত্যপ্রয়োজনীয় রান্নার গ্যাসের দামও। এই পরিস্থিতিতে অভিনব প্রতিবাদ করে দেখালো কংগ্রেস। শনিবার কলকাতার রাজপথে রাজভবনের সামনে ঘোড়ায় চেপে বিক্ষোভ দেখানো হলো। বিগত ১২ দিনে ১০ বার বেড়েছে পেট্রোপণ্যের দাম। তাই এদিনের বিক্ষোভ মিছিলে ঘোড়ায় চেপে প্রতিবাদের সামিল হলেন কংগ্রেসের কর্মী–সমর্থকরা। কেউ আবার এলেন রিকশায় চেপে। তবে শনিবার বিকেলে ঘোড়ায় চেপে কংগ্রেসের কর্মীদের প্রতিবাদ স্বাভাবিকভাবেই নজর কেড়েছে শহরবাসীর।

শনিবার কংগ্রেসের রাজভবন অভিযান ঘিরে ধুন্ধুমার বেঁধে যায়। এদিন বিকেলে বিকেলে রাজভবনের কংগ্রেস নেতা সুমন পালের নেতৃত্বে বেশ কিছু মহিলা এবং পুরুষ কর্মী–সমর্থক মিছিল করে হাজির হন। তাঁদের সঙ্গে ছিল কয়েকটি রিক্সা ও ঘোড়া। কংগ্রেসের কর্মী–সমর্থকদের অভিযোগ ‌ভোট প্রচার চলছে। কিন্তু মানুষের কিছুই হচ্ছে না। আমরা রাহুল গান্ধীর সৈনিক। মানুষের যখন অসুবিধা হবে, তখনই কংগ্রেস রাস্তায় নামবে। অধীর চৌধুরীর নেতৃত্বে আমরা রাস্তায় নেমেছি।

বর্তমানে রাজ্যপাল জগদীপ ধনখড় অসুস্থ হয়ে রাজভবনে রয়েছেন। এই পরিস্থিতিতেই কংগ্রেসের কর্মী–সমর্থকরা রাজভবনের সামনে রাস্তার উপরেই বসে পড়েন এবং প্রতিবাদ জানাতে থাকেন। যদিও পুলিশকর্মীরা খবর পেয়ে তাঁদের সেখান থেকে তুলে নিয়ে যান।

উল্লেখ্য, পেট্রো পণ্যের দাম ক্রমেই আকাশছোঁয়া হতে শুরু করেছে। শনিবার সকালেও দাম বেড়েছে। কলকাতার দর অনুযায়ী, শনিবার পেট্রোলের লিটার পিছু দাম ৮৪ পয়সা বেড়ে হয়েছে ১১২ টাকা ১৯ পয়সা। ডিজেলের দামও বেড়েছে ৮০ পয়সা। শনিবার কলকাতায় ডিজেলের নতুন দাম হয়েছে ৯৭ টাকা ০২ পয়সা।