%%sitename%%

এক নজরে

ইস্টবেঙ্গলে এখনও আইএসএল ধোঁয়াশা

By admin

August 01, 2020

কলকাতা ব্যুরো: শতবর্ষ পূর্ণ করার দিন ক্লাবে উপস্থিত লালহলুদ সমর্থকদের উৎসাহ ছিল কর্তারা আইএসএল প্রসঙ্গে কি বলেন তা শোনার জন্য। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকেও পড়তে হল এই প্রশ্নের মুখে। ক্রীড়ামন্ত্রী যখন লালহলুদ ক্লাব লনে দাঁড়িয়ে সংবাদমাধ্যমকে বলে গেলেন “ইস্টবেঙ্গল ছাড়া আইএসএল হতে পারে না।” তখন লালহলুদ শীর্ষ কর্তা দেবব্রত সরকারও জোড় গলাতে বলতে পারলেন না তারা এই বছর আইএসএল খেলছেনই। বরং আইএসএল প্রসঙ্গ উঠতেই দেবব্রতবাবু কিছুটা বিরক্তই প্রকাশ করলেন। তিনি জানালেন তারা এখনও লাইনে আছেন। সমাজের বেশ কিছু বিখ্যাত ব্যাক্তিরাও তাদের পাশে রয়েছে বলে জানিয়েছেন দেবব্রত সরকার। কিন্তু সমর্থকরাও বুঝতে পারছেন যত সময় যাচ্ছে ততই এই মরসুমে আইএসএল খেলার সম্ভবনা ক্ষীন হচ্ছে লালহলুদ শিবিরের।

ইস্টবেঙ্গলের আরেক বর্ষীয়ান যোদ্ধা সুভাষ ভৌমিকও তাঁর বক্তব্যে টানলেন সেই আইএসএলপ্রসঙ্গ। আর বুঝিয়ে দিলেন, এ বছর না হলেও পরের বছর হবে। তাঁর স্পষ্ট ভাষণ, ইস্টবেঙ্গলের আইএসএলকে দরকার নেই। আইএসএলের ইস্টবেঙ্গল দরকার।