এক নজরে

রাজ্যে অ্যাম্বুলেন্সের ভাড়া বাধলো কমিশন

By admin

October 12, 2020

কলকাতা ব্যুরো: রাজ্য সরকার প্রস্তাব দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই রাজ্যে করোনা রোগীদের ব্যবহারের অ্যাম্বুলেন্সের ভাড়া বেঁধে দিল হেলথ রেগুলাটরি কমিশন। কমিশনের নতুন নির্দেশ, রোগী সুস্থ হয়ে বাড়ি যাওয়ার সময় তিন কিলোমিটারের মধ্যে হলে বিনা পয়সায় তাদের অ্যাম্বুলেন্সে করে পাঠাতে হবে। আবার বেসরকারি হাসপাতাল তার থেকে বেশি দূরত্ব হলে যাতায়াতের ক্ষেত্রে এসি এম্বুলেন্স এর জন্য ২৫ টাকা প্রতি কিলোমিটার এবং নন এসি এম্বুলেন্স এর ক্ষেত্রে ২০ টাকা প্রতি কিলোমিটার নিতে পারবে। এরই সঙ্গে ৩০০ টাকা নিতে পারবে এম্বুলেন্স স্যানিটাইজার করার জন্য। পাশাপাশি যে সন অ্যাম্বুলেন্সে অক্সিজেন এর সুবিধা আছে যেসব অ্যাম্বুলেন্সে, প্রতি ঘণ্টায় ৫০০ টাকা অক্সিজেন ব্যবহারের জন্য নেওয়া যাবে। এর বাইরে পিপিআই কিট ব্যবহারের জন্য আলাদা চার্জ দিতে হবে করোনা রোগীর পরিবারকে।প্রসঙ্গত সোমবার বিকেলেই রাজ্য ক্যাবিনেটের বৈঠকে বেশকিছু ঘোষণার সঙ্গেই অ্যাম্বুলেন্সের ভাড়া বেঁধে দেওয়ার জন্য কমিশনকে প্রস্তাব দিয়েছিল রাজ্য সরকার। তারপরেই এদিন সন্ধ্যায় ভাড়া নির্দিষ্ট করে দেয় কমিশন।