এক নজরে

#MamataBanerjee: জঙ্গলমহল সফর সেরেই সিঙ্গুর যাবেন মুখ্যমন্ত্রী

By admin

May 31, 2022

কলকাতা ব্যুরো: বুধবার অর্থাৎ ১ জুন জঙ্গলমহল সফর শেষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শোনা যাচ্ছে, তারপরই নাকি তিনি চলে যাবেন সিঙ্গুরে। ৩ জুন, শুক্রবার সিঙ্গুরে তাঁর জোড়া কর্মসূচি রয়েছে। মুখ্যমন্ত্রী এ নিয়ে নিজে কিছু না জানালেও এই খবর দিয়েছেন সিঙ্গুরের বিধায়ক তথা শ্রম প্রতিমন্ত্রী বেচারাম মান্না।

সোমবার পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাজের ঢিলেমি নিয়ে একাধিক প্রশাসনিক কর্তার বিরুদ্ধে ক্ষোভও উগরে দেন তিনি। দ্রুত সমস্ত সমস্যা সমাধানের নির্দেশ দেন। মঙ্গলবার ওই জেলায় কর্মিসভা রয়েছে তৃণমূল সুপ্রিমোর। তারপরই বাঁকুড়ার উদ্দেশে রওনা দেবেন। বিকেলে বাঁকুড়ায় রয়েছে প্রশাসনিক বৈঠক। মন্ত্রী বেচারাম মান্না জানাচ্ছেন, জঙ্গলমহল সফর শেষ করেই সিঙ্গুর যাবেন মুখ্যমন্ত্রী। সিঙ্গুর আন্দোলনের সময় বাজেমেলিয়ার মা সন্তোষীর মন্দিরে যেতেন মমতা। সেই মন্দিরেও পুজো দেওয়ার কথা তাঁর।

শুক্রবারই বাজেমেলিয়া থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে কামারকুণ্ডু স্টেশনের ওভার ব্রিজের উদ্বোধন করবেন তিনি। রাজ্য ও রেল মন্ত্রকের যৌথ উদ্যোগেই তৈরি হয়েছে এই রেলওয়ে ওভার ব্রিজটি। শ্রম প্রতিমন্ত্রী বেচারাম মান্না জানান, ওভার ব্রিজ তৈরিতে রাজ্য সরকারেরও ভূমিক রয়েছে। তাই দীর্ঘদিন ধরেই সিঙ্গুরের বাসিন্দারা চাইছিলেন মুখ্যমন্ত্রী নিজে এসে এটির উদ্বোধন করুন। স্থানীয়দের দাবি মেনেই মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনে হাজির হবেন সিঙ্গুরে।

২০১৯-এর লোকসভা ভোটে সিঙ্গুরে উড়েছিল বিজেপির বিজয়ঝাণ্ডা। তবে বিধানসভায় বাজিমাত করে ঘাসফুল শিবির। বিপুল ভোটে জেতেন বেচারাম মান্না। একুশের সেই বিধানসভা নির্বাচনে প্রচারে শেষ বার সিঙ্গুর গিয়েছিলেন মমতা। সেই সফরের এক বছর পর মুখ্যমন্ত্রীর আসার খবর ছড়িয়ে পড়তে নতুন উৎসাহ পাচ্ছে হুগলির তৃণমূল নেতৃত্ব। সিঙ্গুরে আপাতত কোনও প্রশাসনিক বৈঠক কিংবা কর্মিসভা নেই মুখ্যমন্ত্রীর। তবে ওভার ব্রিজ উদ্বোধনের পাশাপাশি মন্দিরে পুজো দেওয়ার কথা তাঁর। জুনের গোড়াতেই আবার উত্তরবঙ্গ সফর রয়েছে মমতার।