এক নজরে

#MamataBanerjee: ১০০ দিনের টাকা দিচ্ছে না কেন্দ্র, ব্লকে ব্লকে ২ দিনের প্রতিবাদ কর্মসূচি বেঁধে দিলেন মমতা

By admin

May 29, 2022

কলকাতা ব্যুরো: ১০০ দিনের কাজের টাকা নিয়ে বঞ্চনার অভিযোগে আগে বহুবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো। এবার তার প্রতিবাদে তিনি দলীয় কর্মসূচি বেঁধে দিলেন। রবিবার দুর্গাপুরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, ”ব্লক, টিএমসিপি, যুব তৃণমূল, মহিলা সংগঠন, খেতমজুর, সংখ্যালঘু, আদিবাসী সংগঠন, তফসিলি সেল – সবাই একসঙ্গে ৫, ৬ জুন বুথে বুথে, ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল করবে। কেন ১০০ দিনের টাকা পাচ্ছে না বাংলার শ্রমিক, বিজেপি জবাব দাও, প্রধানমন্ত্রী জবাব দাও – এই ভাষায় প্রতিবাদ করা হোক।

সোমবার পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। তারপর বাঁকুড়ায় জোড়া বৈঠক। আবহাওয়া খারাপ হওয়ায় রবিবারই তিনি সড়কপথে দুর্গাপুর পৌঁছে গিয়েছেন। সেখান থেকে কিছুটা কপ্টারে, কিছুটা সড়কপথে যাবেন পুরুলিয়ায়। দুর্গাপুর পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কর্মসূচির কথা নিজেই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই বলেন, আমি এই মুহূর্তে কোনও সরকারি কর্মসূচিতে নেই। তাই জানাচ্ছি, কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র, অথচ প্রাপ্য। নিয়ম অনুযায়ী, ১৫ দিনের মধ্যে পাওয়ার কথা। কিন্তু ৫ মাস ধরে টাকা দিচ্ছে না। এটা নোংরা রাজনীতির খেলা হচ্ছে।

এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় এই বঞ্চনার প্রতিবাদে দলীয় কর্মসূচি বেঁধে দিলেন। বললেন, আমাদের দলের ব্লক স্তরে, বুথ স্তরে ছাত্র সংগঠন, যুব সংগঠন, মহিলা, খেতমজুর, তপশিলি জাতি-উপজাতি, অনগ্রসর শ্রেণি, সংখ্যালঘু সেল সবাই একযোগে প্রতিবাদ মিছিল করবে আগামী ৫ ও ৬ জুন। ১০০ দিনের টাকা কেন পাচ্ছে না বাংলার শ্রমিকরা, প্রধানমন্ত্রী জবাব দাও – এই দাবি উঠবে মিছিল থেকে। সব ব্লকে ব্লকে, বুথে বুথে আমি করতে বলছি।

অন্যদিকে আগামী মাসে ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুর্গাপুর থেকে তিনি জানালেন, জুনের গোড়াতেই উত্তরবঙ্গ যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর অর্থাৎ সব ঠিকঠাক থাকলে GTA নির্বাচনের আগেই পাহাড় সফরে যাবেন মমতা।

এদিন দুর্গাপুরে দাঁড়িয়ে লোকসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে জেতানোর জন্য আসানসোলবাসীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। বলেন, আসানসোলের প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ। সকলে আমাদের এত ভালবাসা দিয়েছেন। তাছাড়া দুর্গাপুর তো আমার ফেভারিট জায়গা। এরপরই তিনি জানান, সামনেই তাঁর বাঁকুড়া এবং পুরুলিয়া সফর। তাই আগেভাগে দুর্গাপুরে পৌঁছে গিয়েছেন। জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক করে ব্লক সভাপতি, দলীয় সদস্যদের সঙ্গে কথাবার্তা বলে সরকারি কাজ সচল রাখতেই বদ্ধপরিকর তৃণমূল সুপ্রিমো।

মুখ্যমন্ত্রী এদিন আরও জানান, জুন মাসের প্রথম সপ্তাহেই উত্তরবঙ্গে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। আগামী ২৬ জুন জিটিএ নির্বাচনের দিন ঘোষিত হয়েছে। যার প্রতিবাদে ইতিমধ্যেই অনশনে মোর্চা নেতা বিমল গুরুং। তার আগে মুখ্যমন্ত্রীর পাহাড় সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। উত্তরবঙ্গ থেকে ফিরে পূর্ব ও পশ্চিম বর্ধমানে ব্লক সভাপতিদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। এর পাশাপাশি জুনের শেষ সপ্তাহে বর্ধমান ও আসানসোলে জনসভার পরিকল্পনার কথাও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে এদিন আসানসোলবাসীকে ধন্যবাদ জানানোর পর কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানাতেও ছাড়েননি তৃণমূল সুপ্রিমো। ১০০ দিনের কাজের টাকা নিয়ে বঞ্চনা নিয়ে ফের অভিযোগ তোলেন তিনি। এর প্রতিবাদে দলীয় কর্মসূচিও বেঁধে দিলেন তিনি। বলেন, ব্লক, টিএমসিপি, যুব তৃণমূল, মহিলা সংগঠন, খেতমজুর, সংখ্যালঘু, আদিবাসী সংগঠন, তফসিলি সেল – সবাই একসঙ্গে ৫, ৬ জুন বুথে বুথে, ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল করবে। কেন ১০০ দিনের টাকা পাচ্ছে না বাংলার শ্রমিক, প্রধানমন্ত্রী জবাব দাও – এই ভাষায় প্রতিবাদ করা হোক।