এক নজরে

বীরভূমের দুর্ঘটনায় মৃতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা

By admin

August 10, 2022

কলকাতা ব্যুরো: সরকারি বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে মৃতদের জন্য দুই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবারপিছু দু’‌লাখ টাকা করে অর্থ সাহায্যের কথা ঘোষণা করেছেন। এবার কেন্দ্রীয় সরকারও অর্থ সাহায্যের কথা ঘোষণা করল। নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে দেওয়া হবে ২ লক্ষ টাকা।

মঙ্গলবার ভয়াবহ দুর্ঘটনা ঘটে বীরভূমের মল্লারপুরে। ওই পথ দুর্ঘটনায় ন’জন আদিবাসীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বীরভূমের রামপুরহাট থানার পারকান্দি গ্রামে। বুধবার সকালে ওই গ্রামে যান রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যপাধ্যায়, বিজেপির রাজ্য সহ সভাপতি শ্যামাপদ মণ্ডল, সিপিআইএমের জেলা কমিটির সদস্য সঞ্জীব বর্মন। প্রত্যেকে মৃতদের বাড়িতে গিয়ে সমবেদনা জানান ।

এদিনই টুইটেও শোকবার্তা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, বীরভূমের ভয়াবহ পথ দুর্ঘটনায় আমি মর্মাহত। আট মহিলা–সহ নয়জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। প্রত্যেকের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। মৃতদের পরিবারপিছু দু’‌লাখ টাকা করে অর্থ সাহায্য দেওয়া হবে। এছাড়াও প্রত্যেকের শেষকৃত্যের জন্যও দু’‌হাজার টাকা করে দেবে রাজ্য সরকার।

টুইট করেন প্রধানমন্ত্রীও। তিনি লেখেন, পশ্চিমবঙ্গের বীরভূমে এক পথ দুর্ঘটনায় মৃত্যুর খবরে আমি মর্মাহত। আহতদের জন্য প্রার্থনা রইল। নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে দেওয়া হবে ২ লক্ষ টাকা। আহতদের প্রত্যেকে পাবেন ৫০ হাজার টাকা।

যদিও গ্রামবাসীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন গ্রামে কাজ নেই, একশো দিনের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ। অনাবৃষ্টির জন্য চাষাবাদের ব্যবস্থা নেই। সেই কারণে দূরে কাজ করতে যেতে হচ্ছে গ্রামের বাসিন্দাদের। যদিও এই নিয়ে মুখ খোলেননি ডেপুটি স্পিকার আশিষ বন্দোপাধ্যায়। সিপিএম ও বিজেপির অভিযোগ সরকার সব দিক থেকে ব্যর্থ। কাজ দিতে পারছে না। লুঠের রাজত্ব চলছে। তাই মানুষকে ভিন রাজ্যে কাজে যেতে হচ্ছে।

মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুরে রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে মেটেলডাঙার কাছে। স্থানীয় সূত্রের খবর, এদিন মল্লারপুর থেকে কাজ সেরে ওই মহিলারা অটোয় চেপে পারকান্দিতে নিজেদের গ্রামে ফিরছিলেন। সেই সময় রামপুরহাট থেকে মল্লারপুরের দিকে যাচ্ছিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কুশমোড়-সিউড়ি রুটের একটি বাস। মেটেলডাঙা গ্রামের কাছে বাস ও অটোটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। অটোটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। চালক এবং আট মহিলাই অটো থেকে ছিটকে পড়েন। বাসটি তাঁদের উপর দিয়েই চলে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।