কলকাতা ব্যুরো : উত্তর দিনাজপুরের চোপড়ার মাধ্যমিক পরীক্ষার্থী এক কিশোরীকে ধর্ষণ করে মুখে বিষ ঢেলে খুনের অভিযোগ। উত্তেজিত জনতা রাস্তায় নেমেব্যাপক ভাঙচুর করে, বেশ কয়েকটি গাড়ি-বাস জ্বালিয়ে দেয়। মারমুখী জনতাকে বাগে আনতে রাস্তায় নামানো হয়েছে বিশাল পুলিশবাহিনী। নেমেছে কমব্যাট।
এ দিন সকালে কিশোরীর বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পরে এলাকা। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করেন।