কলকাতা ব্যুরো: অবশেষে দশদিন পর অরুণাচল থেকে নিখোঁজ পাঁচ গ্রামবাসীকে ভারতের হাতে ফেরালো চিনা সেনাবাহিনী। শনিবার সকালে চিনের পিপলস লিবারেশন আর্মি ওই পাঁচ ভারতীয় যুবককে এ দেশের সেনাবাহিনীর হাতে তুলে দেয়।
চীনের সীমান্তের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার পর কিভিতু সীমান্ত চৌকি পেরিয়ে প্রায় এক ঘন্টা পথ হেঁটে ওই পাঁচজন মূল ভূখণ্ডে এসে পৌছন।গত ২ সেপ্টেম্বর অরুণাচল সীমান্ত থেকে পাঁচ যুবক নিখোঁজ হয়ে যাওয়ার পর চিনা ফৌজ তাদের অপহরণ করেছে বলে খবর রটেছিল। শুক্রবার কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরণ রিজুজু টুইট করে জানান, চিনের সেনাবাহিনী শনিবার ওই পাচ যুবককে ভারতের হাতে প্রত্যার্পন করবে।