এক নজরে

#21 July: কেন্দ্রের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে লড়াই, একুশের প্রস্তুতি খতিয়ে দেখে হুঙ্কার মমতার

By admin

July 21, 2022

কলকাতা ব্যুরো: ২০২১ বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর বৃহস্পতিবার প্রথম শহিদ দিবসের (21 July) সমাবেশ। সেই সমাবেশের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানাবেন, সেটা আন্দাজ করাই যাচ্ছিল। বুধবার তৃণমূল নেত্রী নিজেই সেই সুর বেঁধে দিলেন। বলে দিলেন, একুশের এই মঞ্চ (21 July) যেমন মা-মাটি-মানুষকে সম্মান জানানোর মঞ্চ, তেমনই কেন্দ্রের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে লড়াইয়ের মঞ্চ।

দু’বছর করোনার জন্য একুশের সমাবেশ (21 July) করতে হয়েছে ভার্চুয়ালি। দু’বছর বাদের এই সমাবেশে বিপুল জনসমাগম হবে সেটা বলাই বাহুল্য। তৃণমূল নেতৃত্বের দাবি, এবছরের সমাগমে রেকর্ড জনসমাগম হবে। খোদ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এবছর মানুষের মধ্যে শহিদ দিবস (21 July) নিয়ে যে আবেগ লক্ষ্য করা যাচ্ছে, তা আগের বছরগুলিকেও ছাপিয়ে গিয়েছে।

স্বাভাবিকভাবেই সভার প্রস্তুতিতে (21 July) বাড়তি গুরুত্ব দিচ্ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে কর্মীদের থাকাখাওয়ার বন্দোবস্ত খতিয়ে দেখেছেন।

এদিন বিকেলে খোদ তৃণমূল নেত্রীও গিয়েছিলেন সভামঞ্চ (21 July) পরিদর্শনে। সভামঞ্চের কাছে বেশ কিছুটা সময় কাটান তিনি। প্রস্তুতি খতিয়ে দেখার পর শহরবাসীর ক্ষমা চেয়ে নিয়েছেন তৃণমূল নেত্রী। তিনি জানিয়েছেন, ঘটনাটা যেহেতু ধর্মতলায় হয়েছিল, তাই এখানেই সভাটা করতে হয়। ৩০ বছর ধরে এটা হয়ে আসছে। কালকের দিনটা শহরবাসীর একটু অসুবিধা হবে। একটু ভিড় হবে, যানজট হবে। তাই আগে থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সেই সঙ্গে সমাবেশে আসা কর্মীরা যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারেন, তাঁদের যাতে কোনও অসুবিধা না হয়, জেলা নেতৃত্বকে সেটাও নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মমতা।
তৃণমূলনেত্রীর আরও সংযোজন, যদিও এই সময়টায় আবহাওয়াটা ভাল থাকে না। প্রচণ্ড ঝড়-জল-বৃষ্টি হয়। তার মধ্যে আমাদের লাখো লাখো কর্মী সমাবেশে (21 July) এসে উপস্থিত হন নিজেদের চেষ্টায়। আমি সবাইকে আবেদন করব, আমাদের ২১ জুলাইয়ের (21 July) অনুষ্ঠানে সবারে করি আহ্বান। সব মানুষকে আবেদন করব। যাঁরা পারবেন তাঁরা আসুন। যাঁরা আসতে পারবেন না, তাঁরা টিভিতে দেখুন, আমাদের ফেসবুক লাইভে দেখুন। আমি সবাইকে বলব, সাবধানে ও শান্তিপূর্ণ ভাবে নিজেরা নিজেদের সঙ্গে সহযোগিতা করে, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে আসুন।

তবে কঠোর ভাবে পালন করতে হবে কোভিডবিধি, এমনটাই নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। করোনার বাড়বাড়ন্তের প্রেক্ষিতে বৃহস্পতিবার তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ (21 July) ভার্চুয়াল মাধ্যমে করার আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। তবে সভার ভিড় থেকে রাজ্যে কোভিড যাতে ছড়িয়ে না পড়ে তার সমস্ত ব্যবস্থা নিতে হবে সরকারকে। গত ৩০ শে জুনের গাইডলাইন মেনে সভা করার নির্দেশ দেয় হাইকোর্ট।

একনজরে ৩০ জুনের রাজ্য স্বাস্থ্য দপ্তরের গাইডলাইনস

উল্লেখ্য, দেশ তথা রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এই প্রেক্ষিতে গত দু’বারের মতোই এ বারও ভার্চুয়াল মাধ্যমেই হোক তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ। এই আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চিকিৎসক সঞ্জীবকুমার মুখোপাধ্যায়। মঙ্গলবার সকালে সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ বলে, এই সংক্রান্ত আরও কতগুলো মামলা দায়ের হতে পারে বলে তাঁরা জানতে পেরেছেন।

তবে দু’পক্ষের সওয়াল-জবাব শোনার পর কঠোর ভাবে করোনাবিধি পালনের শর্তে তৃণমূলকে বৃহস্পতিবার পূর্বঘোষিত স্থানেই সমাবেশের অনুমতি দিয়েছে হাইকোর্ট।