দিনের শুরু

চানক্য নীতি

By admin

July 24, 2020

একোহপি গুণবান পূত্র নির্গুণেন শতেন কিম্।এক চন্দ্রো তমোঃন্তিন চ তারা সহস্রাঃ ।।

একো – এক, অপি- এমনকি, গুণবান – সুযোগ্য বা গুনসম্পন্ন, পুত্র- পুত্র, নির্গুণেন- অযোগ্য, শতেন- শত, কিম্- কি (মূল্য), এক – একটি, চন্দ্রো – চাঁদ, তমো- তমসা (অন্ধকার) রাত্রি, অন্তি – ধ্বংস ( বিনাশ ) করে, ন- না, চ – এবং, তারা- নক্ষত্ররাজি, সহস্রাঃ – হাজার হাজার।

সদগুণসম্পন্ন ( গুণবান ) একজন পুত্র অযোগ্য শত শত পুত্রের চেয়েও শ্রেয়। তেমন একটি চাঁদ রাত্রির অন্ধকার দূর করে, হাজার হাজার তারা সেই অন্ধকার দূর করতে পারে না।