এক নজরে

বয়স্ক ও অন্তঃসত্ত্বাদের উৎসবে ঘরে থাকার পরামর্শ কেন্দ্রের

By admin

October 07, 2020

কলকাতা ব্যুরো: উৎসবের মরশুমে বয়স্ক মানুষ, অন্তঃসত্ত্বা মহিলা এবং ছোটদের ভিড় থেকে দূরে থাকার পরামর্শ দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। একইসঙ্গে উৎসব আয়োজনের ক্ষেত্রে সোশ্যাল ডিসটেন্স মানা বাধ্যতামূলক বলে জানাল কেন্দ্র।অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাস দেশের বিভিন্ন প্রান্তে নানান রকম পুজো, উৎসব, প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। সেই কথা মাথায় রেখেই,বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক স্ট্যান্ড অপারেটিং প্রসিডিউর বা এস ও পি জারি করেছে। সেখানে যাবতীয় উৎসব অনুষ্ঠান কন্টাইন্মেন্ট জোনের বাইরে করার কথা বলা হয়েছে। একইসঙ্গে ৬৫ বছরের বেশি বয়সী মানুষ, অন্তঃসত্ত্বা মহিলা ও ১০ বছরের কম বয়সী ছোটদের ভিড়ের মধ্যে না যেতেই পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্র ক।আবার কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী মেলা, উৎসব করার ক্ষেত্রে আগে থেকে জায়গা নির্দিষ্ট করে স্যানিটাইজ এর ব্যবস্থা করে, সোশ্যাল ডিসটেন্স মেনটেন করে দর্শকদের বসার ব্যবস্থা করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। একই সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বলেছে, এর বাইরেও স্থানীয় এলাকার সমস্যা ও পরিস্থিতি বুঝে স্থানীয় প্রশাসন তাদের প্রয়োজনীয় গাইডলাইন তৈরি করে দেবে।এককথায় এটা স্পষ্ট, অন্যান্যবারের উৎসব থেকে এবার দেশ এক অন্যরকম উৎসবের সাক্ষী হতে যাচ্ছে।