কলকাতা ব্যুরো: প্রবল রাজনৈতিক ও সামাজিক বিতর্কের মধ্যে সুশান্ত সিং রাজপুত মৃত্যুর তদন্ত শুরু করেই অভিনেতার বান্দ্রার ফ্ল্যাটে গেল সিবিআইয়ের একটি দল। এ দিন সকালেই দলটি বেশ কয়েকটি ভাগে ভাগ হয়ে কয়েকদিকে যায়। বেশ কিছু জায়গা থেকে নথি নেওয়ার পাশাপাশি কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে। এরইমধ্যে শুক্রবার ইডি সুশান্ত সিংয়ের বোন প্রিয়াঙ্কাকে ডেকে পাঠায়। তাঁর বয়ান রেকর্ড করেন তদন্তকারীরা। সুশান্তের ডাইরিতে ভবিষ্যৎ পরিকল্পনা তৈরির ক্ষেত্রে এই বোনের নাম ছিল।
সিবিআই এ দিন বিকেলের দিকে সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে যায়। সেখানে সুশান্তের এক কর্মচারীর সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। সুশান্তের রাধুনির সঙ্গেও কথা বলেন তাঁরা।
এত আগে বান্দ্রা মুম্বাই কমিশনারেটের যে ডিসি-এলাকায় পরে তাঁর সঙ্গে কথা বলতে যান সিবিআইকর্তারা। সুশান্তের ডাইরি, ল্যাপটপ ও মোবাইল মুম্বাই পুলিশ তাঁদের হাতে তুলে দিয়েছে বলে খবর। সুশান্তের মৃত্যুর খবর পাওয়ার পর যে সাব ইন্সপেক্টর প্রথম মৃতদেহ দেখেন, তাঁর সঙ্গেও এদিন তদন্তকারীরা কথা বলেন।
মুম্বাইয়ে তদন্তে এলেও আপাতত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সান্ট্রা ক্রুজে কেন্দ্রীয় সরকারের ডিআরডিও ও এয়ার ফোর্সের গেস্ট হাউসেই তাঁদের অফিস সাজিয়ে বসেছে। যদিও সুপ্রিম কোর্ট এই তদন্তে সিবিআইকে সব রকম সাহায্য করতে মহারাষ্ট্র সরকারকে আগেই নির্দেশ দিয়ে রেখেছে। আগামী সপ্তাহ থেকে এই ঘটনায় অভিযুক্ত সহ অন্যদের ডেকে সিবিআই জেরা ও বয়ান রেকর্ড করার প্রস্তুতি নিচ্ছে বলে দিল্লির খবর।