এক নজরে

বিধায়ক মৃত্যুতে সিবিআই চেয়ে হাইকোর্টে স্ত্রী

By admin

July 17, 2020

কলকাতা ব্যুরো: হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুরহস্য ভেদে সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন তার স্ত্রী চন্দ্রিমা রায়। শুক্রবার অনলাইনে মামলা দায়ের করেছেন তিনি। ১৯ জুলাই পর্যন্তই বাঁধ হাইকোর্ট এর মধ্যে জরুরি ভিত্তিতে যাতে মামাটি শোনে সে আবেদন জানিয়েছেন তিনি।দেবেন্দ্রনাথবাবুর স্ত্রীরঅভিযোগ, ময়নাতদন্তের আগে কিভাবে আত্মহত্যা উল্লেখ করে পুলিশ টুইট করে? পুলিশের তদন্তে সত্য বেরিয়ে আসবে না। এখন সিআইডি তদন্তভার নিলেও তাতেও ভরসা নেই পরিবারের। তাই প্রকৃত সত্য জানতে সিবিআই তদন্তের আবেদন জানিয়েছে পরিবার।

দেবেন্দ্রনাথবাবুর স্ত্রীরঅভিযোগ, ময়নাতদন্তের আগে কিভাবে আত্মহত্যা উল্লেখ করে পুলিশ টুইট করে? পুলিশের তদন্তে সত্য বেরিয়ে আসবে না।

১৩ জুলাই হেমতাবাদের বাড়ি থেকে প্রায় দু’ কিলোমিটার দূরে একটি দোকানের বারান্দায় দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক দেবেন্দ্রনাথ গত নির্বাচনে সিপিএমের টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন। বছর খানেক আগে তিনি দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেন। তার মৃত্যুর পর উত্তর দিনাজপুরের পুলিশ সুপার জানান, “তাদের প্রাথমিক অনুমান দেবেন্দ্রনাথ বাবু আত্মহত্যা করেছেন।” দেবেন্দ্রনাথ বাবুর পরনে যে জামা ছিল তার পকেট থেকে সুইসাইড নোট পায় পুলিশ।