এক নজরে

নিজাম প্যালেসে উচ্চ পর্যায়ের বৈঠকে সিবিআই

By admin

August 09, 2022

কলকাতা ব্যুরো: বুধবার বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে হাজিরার নোটিশ দিয়েছে সিবিআই। সেই জিজ্ঞাসাবাদের প্রস্তুতি শুরু করে দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। জানা গিয়েছে ইতিমধ্যেই খোদ সিবিআই-এর দিল্লির হেডকোয়ার্টার থেকে কলকাতায় এসেছেন অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভাটনগর। অনুব্রতর বিরুদ্ধে গরুপাচার নিয়ে কী কী তথ্য সিবিআই-এর হাতে এসেছে, তা খতিয়ে দেখছেন তিনি। সেই তথ্য অনুযায়ী, বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে প্রশ্নমালা তৈরি করা হচ্ছে।

প্রসঙ্গত, আগেই এই মামলায় অনুব্রতকে সওয়াল-জবাবের জন্য নিজাম প্যালেসে পৌঁছে গিয়েছেন সিবিআই-এর দুর্নীতি দমন শাখার জয়েন্ট ডিরেক্টর এন বেণুগোপাল, এসপি রাজীব মিশ্র। এদিন গরুপাচারকাণ্ডের তদন্তকারী আধিকারিক সুশান্ত ভট্টাচার্যের উপস্থিতিতে নিজাম প্যালেসে বৈঠক করে সিবিআই।

ইতিমধ্যেই, অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বিরুদ্ধে গতকাল আসানসোলে সিবিআই-এর বিশেষ আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সেখানে বীরভূমের বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে একাধিক প্রভাবশালীর নাম রয়েছে ৷ পাশাপাশি, সেখানে উল্লেখ করা হয়েছে, অনুব্রত মণ্ডল সরাসরি টাকা নিতেন অর্থাৎ, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যাবতীয় তথ্য প্রমাণ ইতিমধ্যেই হাতে এসে পৌঁছেছে সিবিআই-এর।

জানা যাচ্ছে, অনুব্রত মণ্ডলকে কী কী প্রশ্ন করা হবে, দিল্লিতে সিবিআই-এর একটি বিশেষ দল তা ঠিক করছে। অনুব্রত মণ্ডল তাঁর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বুধবার নিজাম প্যালেসে হাজিরা না দিলে কী ব্যবস্থা নেওয়া হবে, সেই পরিকল্পনাও করছেন শীর্ষ আধিকারিকরা।