এক নজরে

মুম্বাইয়ে সিবিআই

By admin

August 20, 2020

কলকাতা ব্যুরো: সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলার তদন্তে আসা বিহার পুলিশের আইপিএসকে ধরেবেধে কোয়ারনটাইনে পাঠিয়ে দিলেও সিবিআইয়ের ক্ষেত্রে অবশ্য তার ধার দিয়েও গেল না মুম্বাই মিউনিসিপ্যালিটি। ফলে বৃহস্পতিবার সন্ধ্যায় সিবিআইয়ের ১৫ জনের একটি দল মুম্বাই এসে পৌঁছলেও করোনা আবহে কোনো বাড়তি বাধার মুখে পরতে হলো না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।যদিও মুম্বাই পুরকর্তাদের দাবি, সিবিআই দল সরকারি কাজে আসায় তাঁরা কোয়ারইন্টাইনে না থাকার আবেদন করেছিলেন। তাই তাঁদের ছাড় দেওয়া হয়েছে।সিবিআইয়ের তদন্তকারী দলকে সবরকম সহযোগিতা করার জন্য মুম্বাই পুলিশ ও মহারাষ্ট্র সরকারকে আগেই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কাল দলের কয়েকজন সদস্য সুশান্তের ফ্ল্যাটে যাবেন বলে ইঙ্গিত মিলেছে।এই তদন্তে বিশেষ তদন্তকারী দল গড়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। বিজয় মালিয়ার ব্যাংক দুর্নীতি, অগ্রস্থওয়েস্টল্যান্ড মামলা বা কয়লা দুর্নীতির মতো হাই প্রোফাইল মামলা সামাল দেওয়া দলটির অভিজ্ঞদের সুশান্ত সিং মৃত্যুর তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। যেহেতু সুশান্ত সিংয়ের মৃত্যু মামলার পিছনে আর্থিক নয়ছয়ের অভিযোগ রয়েছে, সে কারণেই এই বিশেষ তদন্তকারী দল গড়া হয়েছে।আবার দলের মাথার দিকে রয়েছেন গুজরাট ক্যাডারের আইপিএস অফিসার। দলের মাথায় জয়েন্ট ডিরেক্টর মনোজ শশীধরণ সিবিআইয়ে আসার আগে আহমেদাবাদ, ভডোদারায় কমিশনার ছিলেন। এই দলে গুজরাট ক্যাডারের আইপিএস গগনদীপ গম্ভীর ডিআইজি হিসেবে আছেন। যিনি এর আগে হাই প্রোফাইল মামলার অন্যতম তদন্তকারী। মধ্যপ্রদেশের ভাইয়াপাম দুর্নীতি, বিজয় মালিয়া মামলার আরেক অফিসার অনিল যাদব অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে এই দলে আছেন। এসপি নুপুর প্রসাদ এই তদন্তের অন্যতম তদন্তকারী অফিসার।১৪ জুন সকালে ঘর থেকে দেহ উদ্ধারের পর থেকেই সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন বলে খবর ছড়িয়ে যায়। মুম্বাই পুলিশও প্রথম থেকে স্রেফ একটি অস্বাভাবিক মৃত্যু বলে মামলা করে রেখে দেয়। তারই মধ্যে নেটিজেনদের হাতে সুশান্তের আত্মহত্যার পিছনে নেপটিজম (#Nepotism) ইস্যু বড় হয়ে ওঠে। তা নিয়ে বিতর্ক, সমালোচনার মধ্যেই ২৭ জুলাই সুশান্তের বাবা কেকে সিং পাটনায় ছেলের মৃত্যুতে তাঁর বান্ধবী রেহা চক্রবর্তী ও তাঁর পরিবার সহ কয়েকজনকে অভিযুক্ত করে এফআইআর করেন।ব্যাস। তার পরেই গোটা ঘটনা নতুন দিকে মোড় নেয়। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তে নামলো সিবিআই।