কেরিয়ার গাইড

ভাবতে পারো অ্যানিমেশনের কথা

By admin

September 04, 2020

কলকাতা ব্যুরো: বর্তমানে বেশ ভালোই জনপ্রিয়তা অর্জন করেছে অ্যানিমেশন। প্রথম প্রথম ২ডি, ৩ডি দিয়ে শুরু হলেও, কলকাতায় অ্যানিমেশনও ধীরে ধীরে নিজের শাখা-প্রশাখা বিস্তার করেছে। অ্যানিমেশনে সংযুক্ত হয়েছে বিভিন্ন কোর্স। ভিস্যুয়াল এফেক্টস, অ্যানিমেশন ফিল্ম মেকিং, ভিস্যুয়াল এফেক্টস ফিল্ম মেকিং, ডিজিটাল আর্টস ইত্যাদি কোর্সের সুযোগও এখন কলকাতায় রয়েছে। এখানে বেশ কয়েকটি কলেজের নাম দেওয়া রইল, যেখানে এই কোর্সগুলি করানো হয়।

  1. ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনলজি- বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে MAT ‘O’ লেভেলে ১ বছরের এই কোর্স করা যেতে পারে।
  2. NSHM knowledge campus- এখানে অ্যানিমেশন, ডিপ্লোমা ইন ভিস্যুয়াল এফেক্টস, গ্রাফিক ও ওয়েব ডিজাইনিং-এ ডিপ্লোমা, সাউন্ড ও ভিডিও এডিটিং, অ্যানিমেশন ফিল্ম মেকিং, ৩ডিএস ম্যাক্স কোর্সের সুযোগ রয়েছে।
  3. শ্রীহরি গ্লোবাল আইআইএসডি ফাউন্ডেশন- এখান থেকে গ্রাফিক্স ও মাল্টিমিডিয়ায় B.Voc ডিগ্রি হাসিল করা যেতে পারে। এ ছাড়াও ওয়েব ডিজাইনিং ও অ্যাডভান্স অ্যানিমেশন ও ভিএফএক্সে সার্টিউিকেট কোর্সের সুবিধা রয়েছে।
  4. ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট- এখান থেকে মাল্টিমিডিয়া, অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনিংয়ে বি.এসসি ডিগ্রিতে পড়াশোনা করা যেতে পারে।
  5. ব্রেনওয়্যার ইউনিভার্সিটি- অ্যানিমেশন অ্যান্ড মাল্টিমিডিয়ায় স্নাতক পাশ করা যেতে পারে।
  6. iLEAD- মাল্টিমিডিয়া অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল আর্ট অ্যান্ড অ্যানিমেশন কোর্সের সুযোগ রয়েছে এখানে।
  7. ড্রিম জোন- এখানে অ্যানিমেশনের বিভিন্ন শাখায় ডিপ্লোমা কোর্সের সুযোগ রয়েছে।
  8. ইনস্টিটিউট অফ মোশন আর্ট গ্রাফিক্যাল ইমেজ অ্যান্ড সিনেম্যাটগ্রাফি থেকে ভিএফএক্স-সহ ভিডিও এডিটিং থেকে শুরু করে বিভিন্ন বিষয় ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স করা যেতে পারে।

এই ইনস্টিটিউটগুলি ছাড়াও রয়েছে, ওয়েবেল, এরিনা মাল্টিমিডিয়া, ম্যাক, মায়া ইত্যাদি বহু ইনস্টিটিউট।