কেরিয়ার গাইড

সাজাবো যতনে

By admin

October 09, 2020

কলকাতা ব্যুরো: নিজেকে সুন্দর রাখা বা অন্যকে যত্ন করে সাজিয়ে সুন্দর করে তোলা অনেকেরই পছন্দের বিষয়। সে ক্ষেত্রে একে পেশাও করে তুলতে পারেন। কলকাতায় এমন অনে শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেখানে বিউটি ও ওয়েলনেসের ওপর ২ মাস থেকে শুরু করে ৩ বছরের নানান ধরণের কোর্স করানো হয়। নিচে দেওয়া হলো এমন কিছু কোর্সের কথা।

১. ভিএলসিসি ইনস্টিটিউট অফ বিউটি অ্যান্ড নিউট্রিশন- এখানে ২ মাসের প্রোফেশনাল মেকআপের কোর্স করানো হয়। পাশাপাশি করানো হয় ডায়েটেটিকস, হেল্থ ও নিউট্রিশনে ১ বছরের ডিপ্লোমা কোর্স, কসমেটলজি, হেয়ার ডিজাইনিং, বিউটি কালচারেও ডিপ্লোমা করানো হয় এখানে।

২. জর্জ টেলিগ্রাফ কলেজ- মেকআপ, কসমেটলজি, বিউটি, হেয়ারে অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স করানো হয় এখানে। এছাড়াও মেকআপ ও হেয়ারে ডিপ্লোমা কোর্সের সুযোগও পাবেন। বেসিক বিউটিশিয়ানের কোর্স করার ইচ্ছা থাকলে, ৩ মাসের সার্টিফিকেট কোর্স করায় এই প্রতিষ্ঠানটি।

৩. আইলিড ইনস্টিটিউট অফ লিডারশিপ, আন্ত্রেপ্রেনিওরশিপ ও ডেভেলপমেন্ট- এখানে পার্সোনালিটি ডেভেলপমেন্টে ৩ মাসের সার্টিফিকেট কোর্স করানো হয়। আবার বিউটি অ্যাস্থেটিকসে ৩ বছরের বি.প্রফ ডিগ্রি কোর্সের সুযোগও রয়েছে এখানে।

৪. আয়োনিক ফ্যাশান অ্যাকাডেমি- স্টাইলিং ও ড্র্যাপিংয়ে ১ বছরের সার্টিফিকেট কোর্স করানো হয় এখানে।

৫. জিআইএস ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্ট- বিউটি ও ওয়েলনেসে ৬ মাসের সার্টিফিকেট কোর্সের সুযোগ রয়েছে এই প্রতিষ্ঠানে।

৬. প্রফেক্স ইনস্টিটিউট অফ টেকনোলজিতে বিউটিশিয়ান, হেয়ার অ্যান্ড মেকআপের সার্টিফিকেট কোর্স করানো হয়।

৭. শ্রীমতি টেকনো ইনস্টিটিউট- হেল্থ ও সেফটি এনভায়রনমেন্টে ১ বছরের ডিপ্লোমা কোর্স করানো হয়। আবার শুধু মাত্র স্কিন ও হেয়ার স্টাইলিংয়ে ৬ মাসের কোর্সেরও সুযোগ রয়েছে।

৮. আইএএস অ্যাকাডেমি- এখানে বিউটিশিয়ানে ২ বছরের আইটিআই ডিপ্লোমা কোর্স করানো হয়।

৯. জেব্রা ইনস্টিটিউটে আবার ৭ মাসের প্রোফেশনাল মেক আপ অ্যান্ড হেয়ার স্টাইলিং কোর্স করানো হয়।