কলকাতা ব্যুরো: কোঝিকোরে বিমান দুর্ঘটনার পর ২৪ ঘন্টা কাটেনি। সেখানে মৃত বিমানের ক্যাপ্টেন দীপক সাঠেকে নিয়ে আলোচনা ছড়িয়ে পরেছে সোশ্যাল মিডিয়ায়। আজ ছিল তাঁর মায়ের জন্মদিন। কিন্তু তাঁর আর ফেরা হলো না মায়ের কাছে নাগপুরের বাড়িতে। দীপক সাঠের দাদা বিকাশ সাঠেও ছিলেন সেনাবাহিনীতে। কিছুদিন আগে এক পথ দুর্ঘটনায় তিনি মারা যান।
ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার হিসেবে চাকরি থেকে অবসর নিয়ে সাঠে এয়ার ইন্ডিয়ায় যোগ দেন। বরাবর পড়াশোনার সঙ্গেই টেবিল টেনিস, স্কোয়াশ খেলায় ছিলেন চৌখস। আবার তাঁর পরিচিতরা বলছেন, তাঁর গানের গলা ছিল ভীষণ ভালো। তাঁর মৃত্যুর পর একটি গানের ভিডিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। দাবি করা হয়েছে ক্যাপ্টেন সাঠে বার্ষিক অনুষ্ঠানে গাইছেন।
Previous Articleকৃতজ্ঞতা বান্ধবী, পোষ্যের প্রতিও
Next Article যে মেয়ের খুনে বাবা জেলে
Related Posts
Add A Comment