এক নজরে

Primary Teacher Recruitment: নিয়োগে বড়সড় দুর্নীতির অভিযোগ!

By admin

September 09, 2021

কলকাতা ব্যুরো: প্রাথমিক শিক্ষক নিয়োগে আবারও প্রকাশ্যে এলো দুর্নীতি ৷ সেই প্রেক্ষিতে ২০১৭ সালে নিয়োগ হওয়া ১৫ হাজারের বেশি শিক্ষকের নামের তালিকা চেয়ে পাঠানো হলো ৷ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান সেই তালিকা চেয়ে পাঠিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৪ সালের প্রাথমিক টেট অনুযায়ী ২০১৭ সালে প্রায় ১৫ হাজারেরও বেশি প্রাথমিক শিক্ষক নিয়োগ করেছিল প্রাথমিক শিক্ষা সংসদ কিন্তু সেই নিয়োগে দেখা যায় একাধিক প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই নিয়োগ করা হয়েছে। শুধু উত্তর দিনাজপুরেই এমন ১৩ জনের খোঁজ পাওয়া গিয়েছে যাঁরা টেট পরীক্ষায় উত্তীর্ণ না হয়েও প্রাথমিক স্কুলে শিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছিলেন। এর বিরুদ্ধে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের মামলা দায়ের হয় ৷ বিচারপতি বিষয়টির মধ্যে বড় দুর্নীতির ইঙ্গিত পেয়ে বৃহত্তর স্বার্থে মামলাটি জনস্বার্থ হিসাবে বিবেচনা করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেন।

এরপরই বৃহস্পতিবার ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ১৫ হাজার নিযুক্ত শিক্ষকের তালিকা ২২ সেপ্টেম্বরের মধ্যে আদালতে জমা করার নির্দেশ দিয়েছেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানিয়েছেন, সংসদ নিজে না পারলে আদালত সেই তালিকা থেকে কাদের অন্যায় ভাবে নিযুক্ত করা হয়েছে তা খুঁজে বের করবে। স্বাভাবিক ভাবেই ২০১৪ সালের টেট পরীক্ষা অনুযায়ী যাঁদের নিযুক্ত করা হয়েছিল তাতে বড়সড় দুর্নীতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মনে করছেন আইনজীবীরা ৷