এক নজরে

অনন্তনাগে নদীতে উল্টে গেল বাস, মৃত ৭ জওয়ান

By admin

August 16, 2022

কলকাতা ব্যুরো: নদীর ধারে উল্টে গেল জওয়ানভর্তি বাস। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে জম্মু ও শ্রীনগরের পহলগাঁওতে। বাসটিতে ৩৭ জন ইন্দো-টিবেতান বা আইটিবিপি জওয়ান ছিলেন। পহেলগাঁওয়ের অনন্তনাগে ফ্রিসলান চন্দনওয়ারি রোড এলাকায় এই বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭ জন জওয়ান। বাকি আহতদের বিমানে শ্রীনগরের সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আইটিবিপি জওয়ান ছাড়াও জন্মু ও কাশ্মীরের দু’জন পুলিশ কর্মীও নদীতে পড়ে যান বলে খবর। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপধ্যায়।

সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, এই আইটিবিপি জওয়ানরা অমরনাথ যাত্রার ডিউটি সেরে ফিরছিলেন। বাসটি চন্দনওয়ারি এবং পহলগাঁওয়ের মাঝে নদীর খাদে পড়ে যায় ৷ ৩২ জন জখম হয়েছেন ৷ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, দু’জন আইটিবিপি জওয়ান দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান এবং ৫ জনের পরে মৃত্যু হয়েছে ৷ আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁদের বিশেষ চিকিৎসার জন্য শ্রীনগরে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷

আধিকারিক আরও জানান, ১১ অগস্ট অমরনাথ যাত্রা শেষ হয় ৷ তারপর ৩৭ জন আইটিবিপি জওয়ান এবং ২ জন জম্মু-কাশ্মীর পুলিশ সেখান থেকে ফিরছিলেন ৷

দিল্লিতে এক আইটিবিপি মুখপাত্র বলেন, একটি বাসে ৩৯ জন নিরাপত্তারক্ষী ছিলেন ৷ সেটি রাস্তার ধারে নদীতে পড়ে যায় ৷ জানা গিয়েছে, বাসটির ব্রেক কাজ করছিল না ৷ বাসটি চন্দনওয়ারি থেকে পহলগাঁওয়ের পথে যাচ্ছিল। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিএসএফ-এর একটি হেলিকপ্টার আহতদের নিয়ে যাতায়াত করছে, জানিয়েছেন আধিকারিক।