এক নজরে

#StockMarkets : বুল রান বাজারে

By admin

April 04, 2022

শেয়ার বাজারকে নিয়মিত আয়ের উৎস করতে যোগাযোগমৈনাক শর্মা 8759689108 (call and WhatsApp)

গ্যাপ আপ দিয়ে দিনের শুরু করে ভারতীয় শেয়ার বাজারের দুই সূচক। NIFTY প্রত্যাশিত ১৮০০০ এর গন্ডি পেরিয়ে দাড়ায় ১৮০৫৩ এবং বি এস ই sensex বাড়ে ৬০,৮৪৫ । একদিনে সর্বোচ্চ ১৩৩৫ পয়েন্ট উপড়ে যায় sensex। NIFTY বাড়ে ৩৪২ পয়েন্ট।

বেশ ভালো বিনিয়োগ করে ফরেন সংস্থা গুলী। আজকের দিনে প্রায় ১১৫২ কোটির স্টোক কিনে বাজারকে আবার উপরে তুলে নিয়ে যায় এফ্ আই আই সংস্থা গুলী। অন্যদিকে ১৬৮৫ কোটি টাকার বিনিয়োগ করে ঘোরেলু সংস্থা বা ডি আই আই। তবে আজ মার্কেট উপরে যাওয়ার আর্ একটি কারণ হলো HDFC ব্যাংক ও HDFC র একত্রীকরণের খবর পেয়ে।

উপরের দিকে যায় HDFC Bank, HDFC, আদানি পার্টস, kotak mahindra। দিনের শেষে নিচেই থাকে টাইটান, ইনফোসিস, টাটা কনজ্যুমার।

আজ NIFTY শুরু করে গ্যাপ আপ দিয়ে। প্রথমেই ১৭৮০৯ এর ঘর থেকে ই বুল রান করে সূচক, যা ছুঁয়ে যায় ১৮১১৫ র মাত্রা কে। আবার নিফটি তার প্রতিদিনের চার্টে বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে যা সংকেত পাওয়া যায় ১৮৩৫০ এর ঘরে যাওয়ার। ইন্ডিয়া ভিক্স এও ১৭.৯১ ছিলো কম্পাঙ্কের মাত্রা, যা বুলিশ থাকারই সংকেত।

কালকের পোর্টফোলিও তে রাখা যেতে পারে KPITTECH বর্তমান বাজার মূল্য ৬২৭ টাকা।