এক নজরে

গুরুতর অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য

By admin

December 09, 2020

কলকাতা ব্যুরো : গুরুতর অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। চিকিৎসকের পরামর্শে তাকে এদিন উডল্যান্ড নার্সিং হোমে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে তার শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছেন বুদ্ধদেববাবু। এদিন তাঁর অসুস্থতার খবর পেয়ে দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সূর্যকান্ত মিশ্র।

সম্প্রতি তার শারীরিক অবস্থার খবর নিতে তার বাড়ি গিয়েছিলেন রাজ্যপাল জাগদীপ ধনকার। হাসপাতালে তার পরীক্ষা-নিরীক্ষা চলছে। যানা গিয়েছে তার শরীরে অক্সিজেনের মাত্রা ৭০ এর আশেপাশে। গত বছর সেপ্টেম্বরে শ্বাসকষ্টের কারণে ফুয়াদ হালিমের পরামর্শমতো তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তিনি নিজেই বাড়ি ফিরে গিয়েছিলেন।